উত্তরবঙ্গে আসার আমন্ত্রণ রাহুলকে

বৃহস্পতিবার বিকেলে নয়াদিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করার সুযোগ পান শঙ্করবাবু। সেই সময়েই দলের হাইকম্যান্ডকে উত্তরবঙ্গে আসারা আমন্ত্রণ জানান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৮ ০১:৪৩
Share:

পাশাপাশি: রাহুল গাঁধীর সঙ্গে শঙ্কর মালাকার। নিজস্ব চিত্র

পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গে আসার জন্য সরাসরি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে অনুরোধ করলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার। বৃহস্পতিবার বিকেলে নয়াদিল্লিতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা করার সুযোগ পান শঙ্করবাবু। সেই সময়েই দলের হাইকম্যান্ডকে উত্তরবঙ্গে আসারা আমন্ত্রণ জানান তিনি। দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্করবাবুর দাবি, ‘‘দলের সর্বভারতীয় সভাপতি সব শোনার পরে মার্চ মাসে উত্তরবঙ্গে আসার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।’’ সেই সঙ্গে শঙ্করবাবুর কাছে উত্তরবঙ্গের ইতিহাসবিদ, নানা ক্ষেত্রের বিশিষ্টজনদের ব্যাপারেও খোঁজখবর নিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। দল সূত্রের খবর, রাহুল গাঁধী দলের সর্বোচ্চ পদে আসীন হওয়ার পরে পর্যায়ক্রমে জেলা সভাপতিদের সঙ্গেও সাক্ষাৎ করছেন। এ দিন বিকেল পৌনে ৬টা নাগাদ শঙ্ককরবাবু দলের হাইকম্যান্ডের সঙ্গে দেখা করার সুযোগ পান। তিনি জানান, সেই সময়ে উত্তরবঙ্গের ব্যাপারে নানা খবরাখবর নেন তিনি। উত্তরবঙ্গের দুই প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা প্রয়াত আবু বরকত আতাউর গনি খান চৌধুরী ও প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রসঙ্গও টেনে আনেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement