জঙ্গি আন্দোলন হোক, ধর্নায় ডাক সৌরভের

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জঙ্গি আন্দোলনের ডাক দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক। বুধবার আলিপুরদুয়ারের ধর্নামঞ্চে বক্তব্য রাখেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস সভাপতি সৌরভ চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ০১:১৮
Share:

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জঙ্গি আন্দোলনের ডাক দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক। বুধবার আলিপুরদুয়ারের ধর্নামঞ্চে বক্তব্য রাখেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস সভাপতি সৌরভ চক্রবর্তী।

Advertisement

তিনি বলেন, “নরেন্দ্র মোদী নির্বাচনের সময় মাদারিহাট ব্লকে এসে ডানকান গোষ্ঠীর চা বাগান খোলার কথা বলেন। তা করেননি। আমরা শ্রমিকদের দিয়ে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাব। নোট সমস্যার জেরে মানুষের চরম ভোগান্তি হচ্ছে। ছোট ছোট কারখানাগুলি ধুঁকছে। আমরা এর বিরুদ্ধে জঙ্গি আন্দোলনের ডাক দিলাম।”

দিন কয়েক আগেই বিজেপি কর্মীদের বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের আলিপুরদুয়ার ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। সৌরভের জঙ্গি আন্দোলনের ডাকে জেলায় কলেজ ভোটেও এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিরোধী দলের নেতারা। তবে সৌরভবাবু জানান, আন্দোলন, মিছিল অবরোধ নিয়েই তিনি জঙ্গি আন্দোলনের কথা বলেছেন। বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা অবশ্য একে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন,“বিজেপি সাধারণ মানুষ ও নিজেদের কর্মীদের রক্ষার কৌশল জানে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement