রোগী নিয়ে যাতায়াত সহজ করতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রিপেড অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ। সোমবার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়।
ইসলামপুর হোক বা কোচবিহার, উত্তরবঙ্গ মেডিক্যাল থেকে রোগী নিয়ে যেতে বেসরকারি অ্যাম্বুল্যান্স ইচ্ছে মত ভাড়া দাবি করে বলে অভিযোগ। ৪০-৫০ কিলোমিটার রাস্তা যেতে চার, পাঁচ হাজার টাকা পর্যন্ত তারা নিয়ে থাকেন বলে অভিযোগ। ওই হয়রানি বন্ধ করতেই আগামী জানুয়ারি থেকে প্রিপেড পরিষেবা চালু হচ্ছে বলে জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।
তিনি বলেন, ‘‘পুলিশ এবং শিলিগুড়ির পরিবহণ আধিকারিক বিষয়টি দেখছে। বাগডোগরা বিমানবন্দরে বা এনজেপি রেল স্টেশনে যেমন পুলিশ প্রিপেড গাড়ির পরিষেবার বিষয়টি দেখে এখানেও সেই ব্যবস্থা হবে। কোথাও যেতে কত ভাড়া তার নির্দিষ্ট তালিকা থাকবে।’’ অ্যাম্বুল্যান্স এবং গাড়ি পার্কিংয়ের জন্য ক্যাম্পাসে আলাদা জায়গাও চিহ্নিত করা হয়েছে। যে সমস্ত অ্যাম্বুল্যান্স প্রিপেড পরিষেবায় চলবে সেগুলির উপযুক্ত নথি থাকতে হবে। পুরনো অন্তত ১০টি অ্যাম্বুল্যান্স পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ফেলে রাখা হয়েছে। নোটিশ দিয়ে সময় বেঁধে সেগুলি সরাতে বলা হবে। অন্যথায় প্রশাসনের তরফে নিলামে সেগুলি বিক্রি করে দেওয়া হবে।
চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে না জানিয়ে ছুটি নেওয়া, অফিসে এসে সই করে চলে যাওয়া, ইত্যাদি অভিযোগ অনেক দিনের। জেলাশাসক জানান, সে ব্যাপারে নজরদারি করতে চিকিৎসক, কর্মী, আধিকারিকদের ২৪ ঘন্টা ডিউটি রোস্টার তৈরি করা হয়েছে। চিকিৎসকদের কে কেমন কাজ করছেন সে ব্যাপারে প্রতিদিনের কাজের রিপোর্ট তৈরি হবে বলেও জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষই তা করবে। রোগী কল্যাণ সমিতিতে সেই রিপোর্ট পেশ হবে।
জেলাশাসককে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বসাতেই অনেক কাজে গতি আসছে বলে মনে করছেন চিকিৎসক, কর্মীদের একাংশ। দীর্ঘদিন ধরে মেডিক্যাল কলেজ চত্বরে পড়ে থাকা আবর্জনা না সরানোর অভিযোগ ওঠে। শিলিগুড়ি পুর কর্তৃপক্ষের মাধ্যমে ওই আবর্জনা সাফাইয়ের ব্যবস্থা হয়েছে। গত দুই দিন ধরে সেই কাজ শুরুও হয়েছে। হাসপাতাল চত্বরে অবৈধ দোকান তুলতেও কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জানান, দ্রুত মাইকে প্রচার করে অবৈধ দোকান সরিয়ে নিতে বলা হবে। বর্তমানে ব্লাড ব্যাঙ্কের পিছনে চায়ের দোকান থেকে খাবার হোটেল-সহ কয়েকশো গুমটি দোকান রয়েছে। সেখানে বাড়ির গ্যাস সিলিণ্ডার ব্যবহার হচ্ছে, মদ, নেশার জিনিস বিক্রিও হয় বলে অভিযোগ। মহকুমাশাসক এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সিইও’কে রোগী কল্যাণ সমিতির সদস্য করা হয়েছে। তাঁরা বিভিন্ন সময় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ পরিদর্শন করবেন। অগ্নিনির্বাপন ব্যবস্থা জোরদার করার বিষয়টিও এ দিন বৈঠকে আলোচনা হয়েছে।