Mayor Council

কাজ নিয়ে মেয়রকেই ‘আক্রমণ’ মেয়র পারিষদের

ঘটনার সূত্রপাত ওয়ার্ডে রাস্তার সমস্যা নিয়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ৪৬ নম্বর ওয়ার্ডের পবিত্রনগরে রাস্তা বেহাল হয়ে রয়েছে।

Advertisement

শুভঙ্কর পাল

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ ০৭:১৪
Share:

মেয়র গৌতম দেব। —ফাইল চিত্র।

‘‘মেয়র সাহেব বড় বড় কথা বলেছেন! কোনও কাজ করতে পারছেন না। শুধু নাম কামানোর জন্য বসে আছেন!’’

Advertisement

খোদ পুরসভার মেয়র পারিষদ ও ৪৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুরপ্রতিনিধি দিলীপ বর্মণ এ ভাবেই নিশানা করলেন পুরসভার মেয়র গৌতম দেবকে। আগাগোড়াই দলের নেতাদের নিয়ে নানা সময়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে দিলীপকে। এর আগেও জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের সঙ্গে বিবাদে জড়াতে দেখা গিয়েছে তাঁকে। রাজ্য নেতৃত্বকেও বিষয়টি দলের তরফে জানানো হয়। যদিও এ নিয়ে মেয়র কোনও মন্তব্য করতে চাননি।

ঘটনার সূত্রপাত ওয়ার্ডে রাস্তার সমস্যা নিয়ে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ৪৬ নম্বর ওয়ার্ডের পবিত্রনগরে রাস্তা বেহাল হয়ে রয়েছে। বিষয়টি নিয়ে এক বাসিন্দা এ দিন ‘মেয়রকে বলো’য় অভিযোগ করেন। এর পরেই রবিবার সেই রাস্তায় মাটি-পাথর ফেলা হয়। মেয়র পারিষদ দিলীপ বর্মণ বলেন, ‘‘মেয়রকে বলোয় সমস্যার কথা জানাচ্ছেন আমার ওয়ার্ডের লোকজন। কিন্তু কোনও সমাধান হয়নি। মেয়রকে বলো থেকে মেয়র শব্দ সরিয়ে পুরসভার নাম রাখা উচিত। ওয়ার্ডে ঠিকঠাক পথবাতি নেই। পানীয় জল মানুষ পাচ্ছেন না। সকলে ভাবেন এগুলি সবই কাউন্সিলরের কাজ। মেয়রের ভোটে আমি কাউন্সিলর হইনি। মানুষের ভোটে হয়েছি। নিজে টাকা দিয়ে পথবাতি কিনছি।’’

Advertisement

রবিবার দিলীপের এমন মন্তব্যের পর দলের মুখ পুড়েছে বলেই জেলার একাধিক নেতার দাবি। বিষয়টি রাজ্য নেতৃত্বের গুরুত্ব সহকারে দেখা উচিত বলে দাবি প্রবীণ নেতাদের। এর আগেও চম্পাসারিতে পুরসভার উচ্ছেদ অভিযান আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল দিলীপের বিরুদ্ধে। দলের পতাকা নিয়ে পুরসভার গাড়ি আটকে দেন। মাঝেমধ্যেই তাঁর এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ জেলা নেতৃত্বের একাংশ। যদিও দিলীপ বর্মণের ব্যাপারে কোনও কথা বলতে চান না বলে জানিয়েছেন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement