Fire

রায়গঞ্জে বিস্কুট কারখানায় আগুন! শর্টসার্কিট থেকে অঘটন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

মঙ্গলবার গভীর রাতে বিস্কুট কারখানার দ্বিতীয় এবং তৃতীয় তলে আগুন লাগে। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন পাঠানো হয়। কিন্তু পরিস্থিতি দেখে কালিয়াগঞ্জ এবং ডালখোলা থেকে আরও দুটি ইঞ্জিন আনায় দমকল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১১:৪১
Share:

আগুন নেভানোর চেষ্টায় দমকল। —নিজস্ব চিত্র।

বেসরকারি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সোহারই মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী এবং রায়গঞ্জ থানার পুলিশ। দমকলের মোট চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে। প্রচুর আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে বিস্কুট কারখানার দ্বিতীয় এবং তৃতীয় তলে আগুন লাগে। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন পাঠানো হয়েছিল। কিন্তু পরিস্থিতি দেখে কালিয়াগঞ্জ এবং ডালখোলা থেকে আরও দুটি ইঞ্জিন আনায় দমকল। মোট চারটি ইঞ্জিনের মাধ্যমে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। আশপাশে বেশ কিছু গোডাউন এবং বাড়ি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই কারখানায় অগ্নি নির্বাপণের তেমন কোনও ব্যবস্থা ছিল না। থাকলে এই পরিস্থিতি হত না।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি। তিনি বলেন, ‘‘আমাদের সংগঠনের সদস্যের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিলাম। দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পুলিশ-প্রশাসনও এসে পৌঁছেছিল।’’ তাঁর দাবি, ‘‘অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছাড়া তো কোনও ফ্যাক্টরি লাইসেন্স পায় না। হয়তো কোনও যান্ত্রিক ত্রুটি ঘটছে। তবে প্রাণহানির মতো কোনও ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement