মঙ্গলবার রাতে বিহারের মাসুদান স্টেশনে মাওবাদী হামলা ও সহকারী স্টেশন ম্যানেজার সহ দুই রেলকর্মীকে অপহরণের ঘটনায় মালদহ ডিভিশনের সমস্ত স্টেশনে সতর্কতা জারি করল রেল।
পরে অবশ্য ওই দুই কর্মীকে উদ্ধার করা হয়েছে। তবুও বিহারের ঘটনার পর রেলওয়ে সুরক্ষা বাহিনীর জওয়ানরা সাদা পোশাকে প্রতিটি স্টেশনে নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মালদহ ডিভিশনের একাধিক পদস্থ কর্তাকে ট্রেন না চালানোর জন্য ফোনে হুমকি দেওয়া হয়। তারপর থেকে বিহারের উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যদিও ঘুরপথে সেই ট্রেনগুলি চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
এ দিকে, স্টেশনে হামলার ঘটনায় আতঙ্কিত রেলযাত্রীরা। সেই সঙ্গে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। যাত্রী সুরক্ষা কমিটির সদস্য তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি বলেন, “রেল কর্তৃপক্ষ নিজেদের আধিকারিকদেরই নিরাপত্তা দিতে পারছে না। আর নিরাপত্তার নামে প্রতিনিয়ত ভাড়া বাড়ানো হচ্ছে।” মালদহ ডিভিশনের এডিআরএম বিজয়কুমার সাহু বলেন, “প্রতিটি স্টেশনে সতর্কতা জারি করা হয়েছে।”
রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত সাড়ে ১১টা নাগাদ বিহারের মাসুদান স্টেশনে মাওবাদীরা হামলা চালায় বলে অভিযোগ। স্টেশনের প্যানেলরুমে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। তারপরই স্টেশনের সহকারী ম্যানেজার এবং চতুর্থ শ্রেণির এক কর্মীকে অপহরণ করে। মাসুদান স্টেশনটি মালদহ ডিভিশনে। এ দিন সকালে একাধিক ফোন নম্বর থেকে ডিভিশনের কর্তাদের হুমকি দেওয়া হয়। তারপর থেকেই বন্ধ হয়ে যায় বিহারের ট্রেন চলাচল। এর জেরে বিভিন্ন স্টেশনে ফরাক্কা এক্সপ্রেস এবং ব্রক্ষ্মপুত্র মেল আটকে পরে। তবে পরবর্তীতে জামালপুর থেকে ভায়া মুঙ্গের হয়ে ট্রেন চালানোর উদ্যোগ নেন কর্তৃপক্ষ।