Accidental Death

আত্রেয়ীর জলাধারে নেমে স্রোতের টানে ভেসে ধাক্কা কংক্রিটের দেওয়ালে! মৃত্যু যুবকের, জখম সঙ্গী

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেখানে স্নানে নামার একটু পরেই তলিয়ে যান দুই যুবক। স্রোতের মুখে পড়ে দু’জনেই ভেসে যান। কংক্রিটের একটি খুঁটিতে ধাক্কা লেগে মৃত্যু হয় রীতেশ নামে এক যুবকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৩ ১৯:৫৫
Share:

আত্রেয়ী নদীর সেই ঘটনাস্থল। —নিজস্ব চিত্র।

আত্রেয়ী নদীতে নির্মিত নতুন জলাধারে স্নান করতে নেমে মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত হয়ে হাপাতালে চিকিৎসাধীন তাঁর বন্ধু। পুলিশ সূত্রে খবর, স্রোতের টানে ভেসে গিয়ে কংক্রিটের দেওয়ালে ধাক্কা খান রীতেশ শর্মা (২৬) নামে এক যুবক। তাঁর সঙ্গী সৌরভ অগ্রবাল গুরুতর ভাবে জখম হয়ে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

রীতেশের পরিবার সূত্রে খবর, দুই বন্ধু মিলে রবিবার দুপুর ২টো নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন। জানিয়েছিলেন, নদীতে তৈরি নতুন জলাধারে স্নান করতে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেখানে স্নানে নামার একটু পরেই তলিয়ে যান দুই যুবক। স্রোতের মুখে পড়ে দু’জনেই ভেসে যান। এর পর কংক্রিটের একটি খুঁটিতে ধাক্কা লেগে মৃত্যু হয় রীতেশের। ঘটনাটি ঘটে চকভৃগু এলাকার ডাকরা অঞ্চলে। স্থানীয় বাসিন্দারাই দু’জনকে উদ্ধার করেছিলেন। কিন্তু তত ক্ষণে রীতেশ মারা গিয়েছেন। অন্য দিকে, তাঁর বন্ধু সৌরভের শারীরিক পরিস্থিতিও তখন খারাপ। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা বলছেন, নতুন জলাধার নির্মাণের পর থেকেই সেখানে স্নানের হুজুগ তৈরি হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতি দিনই কয়েক জন যুবক স্নানে নেমে পড়েন। ঘটনাস্থলে সিভিক ভলান্টিয়ারদের রাখা হয়। নিষেধাজ্ঞা দিয়ে বড় বড় করে পোস্টারও দিয়ে রেখেছে প্রশাসন। তা সত্ত্বেও প্রতি দিনই কয়েক জন যুবক জলাধারে স্নান নামেন। এঁদের অধিকাংশই মত্ত অবস্থায় থাকেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। শুক্রবার দুই যুবককে তলিয়ে যেতে দেখে নদীতে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীরা তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। প্রথমে জখম অবস্থায় সৌরভকে উদ্ধার করা হয়। পরে রীতেশকে জলাধার থেকে তোলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement