মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মাথায় রেখে আগামী অর্থবর্ষের জন্য নেওয়া প্রকল্পের কাজ ডিসেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ করার ব্যাপারে জোর দিচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনির সুভাষিণী চা বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে তাঁর কথাও হয়। সূত্রের খবর, তাঁর থেকে উত্তরবঙ্গের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে চলা নতুন অর্থবর্ষের জন্য দফতরের তরফে যে সব উন্নয়ন মূলক প্রকল্প নেওয়া হবে, তা ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার ব্যাপারেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জেরেই ওই ব্যাপারে আগাম তৎপরতা শুরু হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অন্দরে। চলতি জানুয়ারি মাসেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সফর শুরু করছেন উদয়ন গুহ। জেলায় জেলায় ঘুরে তিনি যে সব প্রকল্পের কাজ চলছে সে সবের অগ্রগতি পর্যালোচনা করবেন। সেই সঙ্গে আগামী অর্থবর্ষের জন্য যে সব প্রকল্প নেওয়া হবে তার কাজও ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার ব্যাপারে প্রস্তুতি নিতে দফতরের আধিকারিক ও প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি।
এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের কাজের খোঁজ নিয়েছেন। আগামী পয়লা এপ্রিল থেকে নেওয়া প্রকল্পের কাজ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। আমি চলতি মাসের ২৭ তারিখ থেকে একাধিক জেলা সফর শুরু করছি।” সূত্রের খবর, ২৮ জানুয়ারি উদয়নের মালদহ জেলায় থাকার কথা। ওই জেলা সফর সেরেই তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উদ্দেশে রওনা হবেন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং জেলাতে মাঝেমধ্যেই বিভিন্ন কর্মসূচিতে যান উদয়ন। সেই নিরিখে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কম যাওয়া হয় বলে এ বার ওই তিন জেলা দিয়ে সফর শুরুর পরিকল্পনা করেছেন বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে দফতরের উদ্যোগে এক হাজারের কাছাকাছি নানা উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়েছে। তার মধ্যে আলিপুদুয়ার জেলায় প্রায় সাড়ে তিনশো, কোচবিহার জেলায় প্রায় ছ’শো প্রকল্প রয়েছে। উদয়নের দাবি, দুই জেলাতেই সিংহভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। কিছু কাজ চলছে। কিন্তু আগামী অর্থবর্ষের জন্য নেওয়া প্রকল্প অর্থবর্ষ শেষের মাস তিনেক আগেই সম্পূর্ণ করার এমন তৎপরতা কেন? সূত্রের দাবি, ২০২৬ সালে বিধানসভা নির্বাচন হবে। তাই ভোট বিধি ঘোষণার জেরে যাতে কোনও প্রকল্পের কাজ ব্যাহত না হয় সে জন্যই ওই লক্ষ্যমাত্রা।