দলের প্রচারে শহরে মিমিও

কালিম্পঙেও মুখ্যমন্ত্রীকে দিয়ে আরেকটি সভা করানোর চেষ্টা করছেন তৃণমূল ও মোর্চা নেতৃত্ব।

Advertisement

কৌশিক চৌধুরী

শিলিগুড়ি শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ০৫:৪৮
Share:

মিমি চক্রবর্তী। ফাইল চিত্র।

পাহাড়ে ও সমতলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি শুরু করল তৃণমূল। দলীয় সূত্রের খবর, সফরসূচির সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ এপ্রিল মুখ্যমন্ত্রী দার্জিলিং পৌঁছবেন। ওইদিন বা পরেরদিন মোর্চা ও তৃণমূলের প্রথম যৌথসভা দার্জিলিঙে হতে পারে। দলের একটি সূত্র জানাচ্ছে, চকবাজার-মোটরস্ট্যান্ড অথবা লেবং স্টেডিয়ামে সভা হতে পারে। এরপরে শিলিগুড়ি বা লাগোয়া এলাকায় আরেকটি সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের জেলা নেতৃত্ব তা শহরের একেবারে কেন্দ্রস্থল বাঘাযতীন পার্কে করতে চাইছেন। তা করা না গেলে শিলিগুড়ি বা জলপাইগুড়ি জেলা মিলিয়ে কোনও মাঠেও সভা হতে পারে। এ বাইরে নতুন জেলা কালিম্পঙেও মুখ্যমন্ত্রীকে দিয়ে আরেকটি সভা করানোর চেষ্টা করছেন তৃণমূল ও মোর্চা নেতৃত্ব।

Advertisement

দলের জেলার নেতাদের একাংশ জানিয়েছেন, কলকাতায় দলের রাজ্যের নির্বাচনী কমিটির বৈঠকে ঠিক হয়েছিল, প্রতিটি লোকসভা এলাকায় নেত্রী দু’টি করে সভা করার চেষ্টা করবেন। জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আজ পাহাড় শান্ত। ভয়ভীতির, বোমাবাজির রাজনীতি মুক্ত। সভার দিনক্ষণ আমরা ঘোষণা করে দেব।’’

এ ছাড়াও শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী অমর সিংহ রাইয়ের প্রচারে আসছেন ক্রিকেটার তথা মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমি যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীও। দল সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির ভোটার হওয়ায় মিমি ১৬ এপ্রিল শিলিগুড়ি এসে টানা রোড-শো করবেন। পরে জলপাইগুড়ি গিয়ে ১৮ এপ্রিল নিজের ভোট দিয়ে কলকাতা ফিরবেন। জলপাইগুড়িতেও মিমিকে দিয়ে কোনও সভা বা রোড-শো করা যায় কি না তা জলপাইগুড়ির নেতারা দেখছেন। মন্ত্রী গৌতম দেব এবং মন্ত্রী অরূপ বিশ্বাসও ভোটের আগে শিলিগুড়িতে টানা প্রচার করবেন। পাশাপাশি ২৯ মার্চ থেকে সমতলে টানা ন’দিন প্রচার করবেন প্রার্থী নিজেই।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement