দার্জিলিং কেন্দ্রে সমন পাঠককে প্রার্থী ঘোষণা বামেদের। —ফাইল চিত্র
তৃণমূল, বিজেপি ও বিনয়পন্থী মোর্চা থেকে সম দূরত্ব বজায় রেখে বিরোধী জোট তৈরি করে এক জন সর্বসম্মত প্রার্থী ঠিক করার আলোচনা যে ভেস্তে গিয়েছে, তা অনেকটাই স্পষ্ট হয়েছিল দিন সাতেক আগে সিপিআরএমের প্রার্থী ঘোষণার পর। এরপর জোট থেকে নিজেদের সরিয়ে নেয় জন আন্দোলন পার্টিও। সোমবার শঙ্কর মালাকারকে দার্জিলিং কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা করে কংগ্রেস। এই পরিস্থিতিতে কোনও অবস্থাতেই আর জোট সম্ভব নয় তা ধরে নিয়েই দার্জিলিং কেন্দ্রে সমন পাঠককে প্রার্থী করল সিপিএম।
দার্জিলিং জেলা বামফ্রন্ট নেতাদের নিয়ে মঙ্গলবার শিলিগুড়িতে দলীয় অফিসে সাংবাদিকদের সে কথা জানান সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। কলকাতায় দলের রাজ্য দফতর থেকেও অবশ্য এ দিন সমন পাঠকের নাম ঘোষণা করেছেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
এ দিন দুপুরে নাম ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই প্রার্থীকে নিয়ে প্রচার শুরু করে দেন বাম নেতারা।
বিকেলে প্রার্থীকে শিলিগুড়ি শহরে র্যালিও করে বামফ্রন্ট। ৬, ২২ নম্বর সহ বেশ কয়েকটি ওয়ার্ডেও এ দিন পদযাত্রায় যোগ দেন সমন। প্রধাননগর, বাগডোগরা, নকশালবাড়িতেও প্রার্থীর সমর্থনে বিকেলে মিছিল হয়। ৬ নম্বর ওয়ার্ডে এ দিন একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন অশোকবাবু।
দুপুর থেকেই শুরু হয়েছে দেওয়াল লিখন। আজ, বুধবার থেকে পাহাড় ও সমতলে একযোগে প্রচার শুরু হবে বলেই জানিয়েছেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার। এর আগে রাজ্যসভার সাংসদ ছিলেন সমন। তাঁর বাবা আনন্দ পাঠক দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন।
সমন সিপিএমের রাজ্য কমিটির সদস্য। সিটুর দার্জিলিং জেলা সাধারণ সম্পাদক পদেও আছেন তিনি। দীর্ঘ দিন থেকেই দলের চা বাগান শ্রমিক সংগঠনের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। পাহাড়ে সিপিএমের অন্যতম মুখ হিসেবেও পরিচিত সমন।
এ বারের ভোটে স্থানীয় প্রার্থী করার দাবি জোরালো হয়েছে পাহাড়ে। সিপিএম নেতাদের একাংশের মতে সেই কথা মাথায় রেখেই সমনকে প্রার্থী করা হয়েছে।
এর মধ্যে বিমল গুরুংপন্থী মোর্চার সঙ্গে হাত মিলিয়ে লোকসভায় বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছেন জিএনএলএফ নেতৃত্ব। তাদের সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলেছেন অশোক। তবে বিরোধী জোট না হওয়ার জন্য এ দিন কোন দলকে দোষারোপ করেননি সিপিএম নেতারা। উল্টে আলোচনায় যোগ দেওয়া সব দলগুলির সঙ্গে ভবিষ্যতে বিষয়ভিত্তিক কর্মসূচি তৈরি করে আন্দোলন হবে বলেই জানিয়েছেন জীবেশ। পাহাড়ের সমস্যার সমাধানের জন্য ষষ্ঠ তফসিলের পক্ষেই এ দিন সওয়াল করেছেন বামপ্রার্থী। অশোক বলেন, ‘‘বিজেপি ও তৃণমূল পাহাড়ের বাসিন্দাদের সঙ্গে প্রতারণা করেছে। দুই দলের বিরুদ্ধেই আমাদের লড়াই হবে।’’ সমন বলেন, ‘‘জয়ের জন্যই লড়াই করব।’’ ভোট প্রচারে পাহাড়ে সীতারাম ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র সহ বামফ্রন্টের শীর্ষ নেতারা আসবেন বলেই জানিয়েছেন অশোক।