প্রচারে আসুন মোদী, চাইছেন জেলা নেতারা

উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্রগুলির মধ্যে এ বারে বিজেপি নেতাদের পাখির চোখ আলিপুরদুয়ার কেন্দ্রটি৷

Advertisement

আলিপুরদুয়ার

পার্থ চক্রবর্তী শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০৫:১৮
Share:

প্রথম দফার নির্বাচনের আগেই রাজ্যে নরেন্দ্র মোদী ঝড় তুলতে আলিপুরদুয়ারের ভোট প্রচারে প্রধানমন্ত্রীকে চাইছেন বিজেপির জেলা নেতারা। বিজেপি সূত্রেই খবর, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকেও প্রচারে চেয়েছেন তাঁরা৷ ইতিমধ্যেই দলের জেলা নেতারা তাদের এই ‘দাবি’-র কথা দলের রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন৷ প্রার্থী তালিকা ঘোষণার পর ফের একবার রাজ্য নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার সিদ্ধান্তও নিয়েছেন তাঁরা৷

Advertisement

উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্রগুলির মধ্যে এ বারে বিজেপি নেতাদের পাখির চোখ আলিপুরদুয়ার কেন্দ্রটি৷ বস্তুত, বিজেপির জেলা থেকে শুরু করে রাজ্য নেতাদের অনেকেই অসম সীমানা লাগোয়া এই জেলাকে তাদের উত্তরবঙ্গের অন্যতম ঘাঁটি বলে দাবি করে আসছেন৷ গত বিধানসভা নির্বাচনেও এই জেলার মাদারিহাট আসনে জয় পান বিজেপি প্রার্থী৷ গত পঞ্চায়েত নির্বাচনে কুমারগ্রাম-সহ জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলকে যথেষ্ট প্রতিযোগিতার মুখে ফেলে বিজেপি৷

এই অবস্থায় আসন্ন লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রটিতে প্রচারে কোনও ফাঁক রাখতে চাইছেন না বিজেপির জেলা নেতৃত্ব। বরং রাজ্যে প্রথম দফার ভোট শুরুর আগে এই কেন্দ্র থেকেই প্রচারে ঝড় তুলতে চাইছেন বিজেপির জেলা নেতারা৷ সেজন্যই প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মত দলের শীর্ষ নেতৃত্বকে আনতে এখন থেকেই মরিয়া তাঁরা৷ বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “রাজ্যে প্রথম দফতর নির্বাচন হচ্ছে আলিপুরদুয়ার ও কোচবিহার লোকসভা কেন্দ্রে৷ আমরা চাই প্রথম দফার নির্বাচনের আগেই রাজ্যে প্রচারে আসুন প্রধানমন্ত্রী ও দলের সর্বভারতীয় সভাপতি৷ সেজন্যই নির্বাচনী জনসভায় তাদেরকে চেয়ে রাজ্য নেতৃত্বের কাছে আবেদন করেছি৷”

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

বিজেপি সূত্রের খবর‍, লোকসভা নির্বাচনের আগে তিন ধরনের সভা হবে আলিপুরদুয়ারে৷ দলের জেলা সাধারণ সম্পাদক জয়ন্ত রায় জানান, প্রাথী তালিকা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বুথে বুথে পথসভা শুরু হয়ে যাবে৷ তার মঝেই চলবে বিধানসভা ভিত্তিক জনসভা৷ এ ছাড়াও লোকসভা এলাকায় একটা বড় জনসভাও হবে৷ বিজেপি সূত্রের খবর, সেই জনসভাতেই প্রধানমন্ত্রী ও দলের সর্বভারতীয় সভাপতিকে চাইছেন নেতারা৷

বিজেপি নেতারা জানিয়েছেন, জেলায় বিধানসভা ভিত্তিক জনসভাগুলির জন্য যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, বিপ্লব দেবদের মত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীদের নামের তালিকা তৈরি করে রাজ্যের কাছে পাঠানো হয়েছে৷ দলের এক জেলা নেতা বলেন, ‘‘প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতাদের প্রচারে আনার বিষয়টি নিয়ে আবারও দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা হবে৷’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement