বেড়ানোর হিড়িক

আজ, শুক্রবার গুড ফ্রাইডে ও অম্বেডকর জয়ন্তী। কাল, শনিবার বাংলা নববর্ষ। দুদিনের ওই ছুটির সঙ্গে যোগ হয়েছে রবিবার। ফলে টানা তিন দিন ছুটির ওই সুযোগ অনেকেই হাতছাড়া করতে চাইছেননা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০২:১০
Share:

আজ, শুক্রবার গুড ফ্রাইডে ও অম্বেডকর জয়ন্তী। কাল, শনিবার বাংলা নববর্ষ। দুদিনের ওই ছুটির সঙ্গে যোগ হয়েছে রবিবার। ফলে টানা তিন দিন ছুটির ওই সুযোগ অনেকেই হাতছাড়া করতে চাইছেননা। অনেকে আবার সোমবার একটা ক্যাজুয়াল লিভ নিয়ে ছুটির আমেজটা বাড়াতে চাইছেন। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বন উন্নয়ন নিগমের বাংলো থেকে বেসরকারি রিসর্ট, সর্বত্রই বুকিংয়ে জোয়ার।

Advertisement

লাভা, লোলেগাঁও, রিশপ, সুলতালেখোলা থেকে জলঢাকা পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে। তবে পাল্লা দিচ্ছে শৈলশহর দার্জিলিং থেকে প্রতিবেশী ভুটানের ফুন্টসিলিংও। রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, “গরমে সাধারণত বাংলোর চাহিদা অন্য সময় খানিকটা কম থাকে। তবে পরপর ছুটির জন্য এ বার দারুণ চাহিদা। ভাল বুকিংও হচ্ছে।” ইস্টার্ন হিমালয়ান ট্র্যাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোশিয়েশনের সভাপতি সম্রাট সান্যাল বলেন, “দিনে গরম হলেও রাতের তাপমাত্রা কম। তাই তিনদিনের ছুটিতে ডুয়ার্স ও পাহাড় দুই জায়গাতেই বাংলোর চাহিদা রয়েছে।”

দিনহাটা কলেজের অধ্যক্ষ সাধন কর বলেন, “পরপর তিনদিন ছুটি এই সময়ে খুব বেশি মেলেনা। তাই সুযোগটা হাতছাড়া করতে চাইনা। ছুটিতে অন্তত একটা দিন পরিবারের সবাইকে নিয়ে ডুয়ার্সে কাটাব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement