সমর্থকদের পাশে থাকতে পরিদর্শন

সমর্থকদের পাশে দাঁড়াতে কোচবিহার ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা সরেজমিনে ঘুরে দেখলেন বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের নেতৃত্ব। বুধবার কোচবিহারের পাতলাখাওয়া, পুন্ডিবাড়ি, ঢাংঢিংগুড়ি, মধুপুর, বাণেশ্বর-সহ নানা এলাকায় যান ওই প্রতিনিধিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০২ জুন ২০১৬ ০২:০৮
Share:

সমর্থকদের পাশে দাঁড়াতে কোচবিহার ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা সরেজমিনে ঘুরে দেখলেন বাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের নেতৃত্ব। বুধবার কোচবিহারের পাতলাখাওয়া, পুন্ডিবাড়ি, ঢাংঢিংগুড়ি, মধুপুর, বাণেশ্বর-সহ নানা এলাকায় যান ওই প্রতিনিধিরা। জোটের কর্মীসমর্থকের বাড়িতে গিয়েও খোঁজখবর নেন তারা। জোট নেতৃত্বের অভিযোগ, সমস্ত এলাকায় তৃণমূল সন্ত্রাসের আবহ তৈরি করেছে। একাধিক পার্টি অফিস ভাঙা হয়েছে। বহু সমর্থককে মারধর করার পাশাপাশি চাঁদা দিতেও বলা হয়েছে বলে তাঁদের দাবি। প্রতিনিধি দলের সদস্য সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তমসের আলি বলেন, “আমরা সমর্থকদের পাশে দাঁড়াতে চাইছি। ৮ জুন পর্যন্ত জেলাজুড়ে বিভিন্ন এলাকায় আমরা যাব। তারপর বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” এদিন ওই প্রতিনিধি দলে অন্যদের মধ্যে সিপিএমের জেলা সম্পাদক তারিণী রায়, কোচবিহারের জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী, প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায় প্রমুখও ছিলেন। তৃণমূলের কোচবিহার ২ ব্লক সভাপতি পরিমল বর্মনের দাবি, “অভিযোগ ভিত্তিহীন। অশান্তি তৈরির জন্য অপপ্রচার হচ্ছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement