নির্বাচনে যোগ দিতে চায় না বাম বিরোধীরা

অবৈধ ভাবে নির্বাচন প্রক্রিয়া করা হচ্ছে অভিযোগ তুলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানাল নেবে না বাম বিরোধী গোষ্ঠীর সদস্যরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ০২:১০
Share:

অবৈধ ভাবে নির্বাচন প্রক্রিয়া করা হচ্ছে অভিযোগ তুলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানাল নেবে না বাম বিরোধী গোষ্ঠীর সদস্যরা।

Advertisement

তাঁদের দাবি, বাম মনোভাবাপন্নদের দখলে থাকা কর্মচারী সমিতির মেয়াদ ফুরিয়েছে। তার আগে নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটি তৈরি না হওয়ায় নিয়ম মাফিক নির্বাচন ঘোষণা করতে সাধারণ সভা ডাকার কথা। ১০ এপ্রিলের মধ্যে সেই প্রক্রিয়া সেরে পুরনোর কমিটির তরফে নতুন কমিটিতে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা সংবিধানেই রয়েছে। অভিযোগ, তা কিছুই মানা হয়নি। মেয়াদ উত্তীর্ণ কমিটির পদাধিকারিকদের একাংশ নিজেদের খুশি মতো ১৭ জুন নির্বাচন ঘোষণা করেছেন। প্রক্রিয়া না মেনে অবৈধ ভাবে নির্বাচন হচ্ছে। এ ব্যাপারে উপাচার্যকেও লিখিত অভিযোগ জানিয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনকেও জানানো হয়।

তবে সমিতির বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর নির্ভর করে না বলে তাঁদের তরফেও কিছু করণীয় নেই বলে জানানো হয়েছে। কেবল মাত্র ক্যাম্পাসে অইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা হলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। সমিতির নির্বাচন কমিশনার রতন দাস বলেন, ‘‘অভিযোগের বিষয়টি নিয়ম মাফিক এগজিকিউটিভ কমিটির সভাপতিকে জানানো হয়েছে। তাঁরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।’’

Advertisement

মেয়াদ উত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক সুমন চট্টোপাধ্যায় বলেন, ‘‘নিয়ম মাফিক নির্বাচন করা হচ্ছে। দুই বছর হিসাবে কমিটির মেয়াদ ফুরনোর কথা ১৩ মে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই নির্বাচনের দিন ঠিক করা হয়েছিল। কিন্তু বিধানসভা ভোট পরিস্থিতিতে উপাচার্য সে সময় নির্বাচন না করতে অনুরোধ করায় তখন হয়নি।’’ বাম বিরোধী গোষ্ঠীর অন্যতম শঙ্কর ঘোষ বলেন, ‘’১০ এপ্রিলের মধ্যে নতুন কমিটি গঠন করতে হবে এবং পুরনো কমিটি দায়িত্ব বুঝিয়ে দেবে বলে সংবিধানে উল্লেখ করা রয়েছে। তা করা হয়নি। কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে দেখব। তার পর পরবর্তী পদক্ষেপ জানাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement