Krishnendu Narayan Choudhury

TMC: সমুদ্রস্নান করেন বহু রাষ্ট্রনায়কই, সুইমিং পুলে ডুব দিয়ে বললেন কৃষ্ণেন্দুনারায়ণ

বুধবার মালদহ জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে ভিন্ন মেজাজে দেখা যায় মালদহ তৃণমূলের দাপুটে নেতা কৃষ্ণেন্দুনারায়ণকে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ১৫:১৫
Share:

সুইমিং পুলে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। —নিজস্ব চিত্র।

ভিন্ন মেজাজে দেখা গেল রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে। সপরিবারে নামলেন সুইমিং পুলে। গানের তালে তালে পা মেলালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। আবার আনন্দে থাকার বার্তাও দিলেন সকলকে।
রবিবার মালদহ জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে ভিন্ন মেজাজে দেখা যায় মালদহ তৃণমূলের দাপুটে নেতা কৃষ্ণেন্দুনারায়ণকে। সম্প্রতি ইংরেজবাজার পুরসভায় বিপুল জয় পেয়েছে তৃণমূল। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান হিসাবে নামও ঘোষণা হয়েছে তাঁর। সেই কৃষ্ণেন্দুনারায়ণকে দেখা যায় সপরিবারে উৎসবের মেজাজে।

Advertisement

কৃষ্ণেন্দুনারায়ণের কথায়, ‘‘আমাদের পরিবারের বাচ্চারা সকলে বাইরে পড়াশোনা করে। এত দিন লকডাউনের জন্য তারা বাইরে যেতে পারেনি। এখানে এসে তারা দোল উৎসবে অংশগ্রহণ করেছে। আজ পুলে পার্টি করছে। এখানে রেন শাওয়ার আছে। আমার বেশ ভাল লাগছে। অনেক দেশের রাষ্ট্রনায়ককে সমুদ্রস্নান করতে দেখা যায়। তাঁরা বিষয়টা উপভোগ করেন। মানুষেরও আনন্দ করে মন ঠিক রাখতে হবে। মন ঠিক না করতে পারলে কিছু হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement