নিজস্ব চিত্র
ঝালাইয়ের কাজ চলছিল রেললাইনে। আশপাশেই ছ়ড়িয়ে ছিটিয়ে ছিলেন রেল শ্রমিকেরা। ঝালাইয়ের কাজের জন্য যে গ্যাস সিলিন্ডারটি ব্যবহার করা হচ্ছিল, সেটিও রাখা ছিল লাইনের উপরে। এমন সময় ওই লাইনে দ্রুত গতিতে ছুটে এল শিয়ালদহ-কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেন আসতে দেখে শ্রমিকেরা আশপাশ থেকে সরে গেলেও লাইনের উপর থেকে গিয়েছিল গ্যাস সিলিন্ডারটি। তবে রেল চালকের পারদর্শিতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল কাঞ্চনকন্যা এক্সপ্রেস।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাহাদ বানারহাট স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। স্টেশনে ঢোকার মুখে দেবপাড়া চা বাগান সংলগ্ন এলাকায় আপ লাইনের উপর গ্যাসের সিলিন্ডার রেখে লাইন মেরামতির কাজ করছিলেন একটি বেসরকারি সংস্থার কর্মীরা। সেই সময় আচমকাই আপ লাইনে চলে আসে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তবে লাইনে যে কাজ হচ্ছে, তা দূর থেকেই দেখতে পেয়েছিলেন ট্রেনের চালক। তা দেখেই এমার্জেন্সি ব্রেক কষে দিয়েছিলেন তিনি। যদিও তৎক্ষণাৎ পুরোপুরি থেমে যায়নি ট্রেনটি। যার ফলে ট্রেনের ধাক্কায় পাশের জমিতে ছিটকে পড়ে লাইনের উপরে থাকা ওই গ্যাস সিলিন্ডার। এই ঘটনার পরে বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে ছিল ট্রেনটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, যে ভাবে সিলিন্ডারটি ছিটকে পড়েছিল, তাতে তা ফেটে বড় দুর্ঘটনা ঘটতে পারত।
রেল সূত্রে খবর, লাইনে যে কাজ চলছিল, তার খবর বানারহাট স্টেশন মাস্টারের কাছে ছিল না। ফলে ট্রেনচালককে সতর্ক করতে পারেননি। বানারহাটে ট্রেন ঢোকার পর চালক বা গার্ডও এই ঘটনা রিপোর্ট করেননি বলেই জানিয়েছেন স্টেশন মাস্টার ধর্মেন্দ্র কুমার।