এক মঞ্চে সেলিম, কানাইয়ালাল

একই মঞ্চে দেখা গেল তৃণমূলের বিধায়ক কানাইয়ালাল অাগরওয়াল এবং সিপিএমের সাংসদ মহম্মদ সেলিমকে। রবিবার বিকেলে ইসলামপুরে নাগরিক মঞ্চের এই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি উপস্থিত ছিলেন ইসলামপুরের বিভিন্ন পেশার মানুষেরাও। নানা সমস্যার কথা তুলে ধরা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা      

ইসলামপুর শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ০৫:১৩
Share:

বক্তা: কানাইয়ালাল অাগরওয়াল রবিবার। ইসলামপুরে। নিজস্ব চিত্র

একই মঞ্চে দেখা গেল তৃণমূলের বিধায়ক কানাইয়ালাল অাগরওয়াল এবং সিপিএমের সাংসদ মহম্মদ সেলিমকে। রবিবার বিকেলে ইসলামপুরে নাগরিক মঞ্চের এই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি উপস্থিত ছিলেন ইসলামপুরের বিভিন্ন পেশার মানুষেরাও। নানা সমস্যার কথা তুলে ধরা হয়।
রায়গঞ্জের সাংসদ সেলিম বলেন, ‘‘এটি সাধারণ মানুষের মঞ্চ। তাঁদের দাবি দাওয়া শুনতেই গিয়েছিলাম। এর মধ্যে রাজনীতি নেই।’’ কানাইয়ালালেরও বক্তব্য, ‘‘রাজনীতির রং নেই বলেই সাংসদের সঙ্গে এক মঞ্চে ছিলাম। আগেও এই ধরনের সভা আমাদের এখানে হয়েছে। মানুষের সমস্যার সমাধানের চেষ্টাই করা হয়েছে সভায়।’’

Advertisement

রাস্তার দুই ধারে দখল করে যাতে সিমেন্টের পাকা দোকান নির্মাণ করবেন না—নাগরিক মঞ্চের কনভেনশনে এসে তা পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন ইসলামপুরের বিধায়ক কানাইলাল। তিনি ব্যবসায়ীদের সতর্কও করে দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement