তৈরি হচ্ছে সঙ্ঘশ্রী ক্লাবের মণ্ডপ। — নিজস্ব চিত্র
শিশুদের বিকাশে প্রয়োজন খোলামেলা পরিবেশ। এবার কালী পুজোর মণ্ডপসজ্জায় এই ভাবনাই রয়েছে জলপাইগুড়ির সঙ্ঘশ্রী ক্লাবের।
খাঁচা বন্দি হয়ে নয়। ফুলের মতো শিশুমনের বিকাশ হওয়া প্রয়োজন। এই বার্তা দিতেই ৬৭তম বর্ষে পা দেওয়া জলপাইগুড়ির সঙ্ঘশ্রীর থিম শিশুমন। এই থিম বর্তমান সময়ের উপযোগী বলে দাবি উদ্যোক্তাদের। এখন শিশুদের কীভাবে বড় করে তোলা হচ্ছে আর অন্যদিকে শিশুদের মন কী চায় তা পুজো মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে বলে জানান উদ্যোক্তারা।
সঙ্ঘশ্রী ক্লাবের এবারের কালী পুজোর মণ্ডপটি হচ্ছে দু’টি ভাগে৷ প্রথম মণ্ডপে ঢোকার পর তার ভিতর দিয়েই যেতে হবে দ্বিতীয় মণ্ডপে৷ উদ্যোক্তারা জানিয়েছেন, প্রথম মণ্ডপটি তৈরি হচ্ছে সোনার খাঁচার আদলে৷ মণ্ডপের ভিতরে ঢুকলেই মনে হবে চারিদিকটা সোনায় মোড়া৷ প্রথম মণ্ডপের মাঝখানে থাকবে একটি বড় পদ্মফুল৷ আর মণ্ডপের উপরে থাকবে কৃত্রিম তারা৷ দ্বিতীয় মণ্ডপে ঢুকলেই অন্য মণ্ডপসজ্জা দেখতে পাবেন দর্শকরা৷ শিশুদের মায়াবী স্বপ্নের জগৎ নিয়ে তৈরি হচ্ছে সেই মণ্ডপ৷ গোটা ঘরটাই নীল আলো থাকবে৷ মণ্ডপের উপরের আকাশে থাকবে কৃত্রিম মেঘ৷ চারিদিকে তৈরি হবে পরীর মডেল। এই মণ্ডপেই থাকবে কালী প্রতিমা৷ সেই প্রতিমাও হবে পরীর আদলে৷ গোলাপী রঙের প্রতিমার হাতে অস্ত্রের বদলে পদ্ম থাকবে।
পুজো কমিটির সম্পাদক সুব্রত সাহার কথায়, ‘‘বর্তমান সময়ে শিশুদের খোলামেলা পরিবেশে বড় করার কথা আমরা ভাবতেই পারি না৷’’ তিনি জানান, মণ্ডপের প্রথম ভাগে শিশুমনের বর্তমান অবস্থা তুলে ধরা হচ্ছে এবং দ্বিতীয় ভাগে শিশুর মন কি চায় তা তুলে ধরা হচ্ছে৷