John Barla

বুধবার রাজ্যপাল ধনখড়ের সঙ্গে দেখা করতে যাবেন, জানিয়েছেন জন বার্লা

গত সপ্তাহেই বাংলা ভাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোকবৃত্তে উঠে এসেছেন জন বার্লা। তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ০১:২৮
Share:

ছবি: সংগৃহীত

বুধবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তাঁর নিজের লোকসভা কেন্দ্রের এলাকায় বিজেপি-র কর্মী-সমর্থকরা কী ভাবে ‘রাজনেতিক হিংসা’-র শিকার হচ্ছেন, সেই সংক্রান্ত বিষয় নিয়েই ধনখড়ের সঙ্গে দেখা করতে যাবেন তিনি, এমনটাই জানিয়েছেন।

Advertisement

মঙ্গলবার বার্লা অভিযোগ করেন, তৃণমূল কর্মীদের অত্যাচারের শিকার হয়ে তাঁর বাড়িতে আশ্রয় নিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। এ বিষয়ে তিনি শুধু রাজ্যপালের সঙ্গে দেখাই করবেন না, তাঁকে সশরীরে আলিপুরদুয়ারে এসে পরিস্থিতি খতিয়ে দেখার অনুরোধও জানাবেন তিনি।

গত সপ্তাহেই বাংলা ভাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোকবৃত্তে উঠে এসেছেন জন বার্লা। তা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। যার জেরে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে বার্লার বক্তব্যকে বিজেপি-র রাজ্য নেতৃত্ব যে সমর্থন করেন না, তা তাঁদের বক্তব্য স্পষ্ট। রাজ্য সভাপতি দিলীপ ঘোষও পরিষ্কার জানান, ‘‘রাজ্য সরকারের অপদার্থতার জন্য পশ্চিমবঙ্গ জুড়ে হতাশা তৈরি হয়েছে। বঞ্চনার শিকার হয়ে অনেকে ওই ধরনের মন্তব্য করছেন। আর সাংসদরা যে অঞ্চলে রয়েছেন সেখানকার মানুষের কথা তুলে ধরছেন। তবে দলের নীতি আলাদা। বিজেপি বাংলাকে একটা রাজ্য হিসাবেই মানে এবং সেই রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য চেষ্টা করছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement