malbazar

কোভিডে সেবার স্বীকৃতি, সম্মানিত ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের কর্মীরা

কর্মীদের হাতে শংসাপত্র ও স্মারক পদক তুলে দেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি চিকিৎসক সুশান্ত রায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৯:৫২
Share:

নিজস্ব চিত্র।

কোভিড অতিমারিতে সেবার স্বীকৃতি হিসেবে সম্মানিত হলেন জলপাইগুড়ি ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের কর্মীরা। তাঁদের হাতে শংসাপত্র ও স্মারক পদক তুলে দেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি চিকিৎসক সুশান্ত রায় ও সিএমওএইচ রমেন্দ্রনাথ প্রামাণিক। উপস্থিত ছিলেন মালের বিএমওএইচ প্রিয়াঙ্কু জানা-সহ অন্যরা।

সুশান্ত রায় জানিয়েছেন, কোভিডের তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আশঙ্কা রয়েছে। তাই উত্তরবঙ্গের প্রতিটি জেলা হাসপাতালে ২০ বেডের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট চালু করার কাজ চলছে। জুলাই মাসের মাঝামাঝি এই ইউনিটগুলো চালু হয়ে যাবে বলেও তিনি জানিয়েছেন।

তিনি বলেন, ‘‘এই মুহূর্তে কোভিডের যে দ্বিতীয় ঢেউ চলছে, তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আশা করছি, আগামী ১২ দিনের মধ্যে রাজ্যের পাশাপাশি জেলাতেও সংক্রমণ অনেকটাই কমে যাবে। অতিমারির রেশ কাটতে কমপক্ষে দু’বছর সময় লাগে। সেই হিসেবে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত প্রত্যেক স্বাস্থ্যকর্মীর কাছে গুরুত্বপূর্ণ। এই সময়ে স্বাস্থ্যকর্মীদের নিজেদেরকেও ভাল রাখতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement