প্রতীকী চিত্র
অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষা হওয়ার কথা কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়াদের। কিন্তু এখনও পরীক্ষা-পদ্ধতি নিয়ে সংশয়ে ছাত্রছাত্রীরা। ইসলামপুর কলেজ সূত্রে খবর, অ্যাডমিড কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে অনলাইনে। তার মধ্যে পরীক্ষা-পদ্ধতির উল্লেখ থাকলেও খাতা জমা দেওয়ার বিষয় নিয়ে চিন্তিত ছাত্রছাত্রীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল রঞ্জন বিশ্বাস বলেন, বিশ্ববিদ্যালয়ের যে গাইডলাইন রয়েছে ছাত্রছাত্রীদের তা পাঠানো হবে। আশা করছি, সে সব বুঝে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে সমস্যা হবে না।
আদালতের নির্দেশের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতেও পরীক্ষা হতে চলেছে। তবে পরীক্ষা-পদ্ধতি অনেকটাই আলাদা। কলেজ সূত্রে খবর, ২১ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কলেজ থেকে মিলবে উত্তরপত্র। অনলাইনেও ডাউনলোড করে তার প্রিন্ট বার করে নেওয়া যেতে পারে। পরীক্ষার আগের দিন বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয় ও কলেজের ওয়েবসাইটে আপলোড করা হবে প্রশ্নপত্র। উত্তর লিখে পরীক্ষার দিন বিকেল পাঁচটার মধ্যে তা জমা দিতে হবে। ছাত্রছাত্রীরা কলেজের ওয়েবসাইটেও উত্তরপত্র আপলোড করে দিতে পারেন। কিন্তু সে ক্ষেত্রেও সব পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই কলেজে গিয়ে উত্তরপত্রগুলি জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিভাবকদেরই কলেজ থেকে উত্তরপত্র সংগ্রহ করতে হবে। উত্তরপত্র জমা দিতে যেতে হবে অভিভাবকদেরই।
ইসলামপুর কলেজের উপর নির্ভরশীল ইসলামপুর মহকুমার ইসলামপুর, চোপড়া, গোয়ালপোখর, চাকুলিয়ার ছাত্রছাত্রীরা। তাঁদের অনেকে জানিয়েছেন, পরীক্ষা-পদ্ধতির বিষয়টি স্পষ্ট ভাবে বুঝতে পারছিলেন না। কলেজে গিয়ে উত্তরপত্র সংগ্রহ ও তা ফেরত দেওয়া অভিভাবকদের অনেকের পক্ষে কষ্টকর করেও কোনও কোনও পড়ুয়া জানিয়েছেন। তৃণমূল ছাত্র পরিষদের ইসলামপুর ব্লক সভাপতি মকসুদ আলম বলেন, ছাত্রছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় তা দেখার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাব।