Cooch Behar

অঞ্চল সভাপতি নির্বাচন ঘিরে কোচবিহারে যুব তৃণমূলের কোন্দল প্রকাশ্যে

নিজেদের ঘোষিত তালিকা বৈধ বলে দাবি করেছে উভয় পক্ষই। অস্বস্তিতে রাজ্যের শাসক দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ১৯:২৩
Share:

নতুন অঞ্চল সভাপতিদের তালিকা হাতে অনুগামীদের সঙ্গে শুভাশিস রায়। —নিজস্ব চিত্র

এক বার জেলা সভাপতি ঘোষণা করেছেন অঞ্চল সভাপতিদের নাম। সেই ব্লকেই আবার নতুন অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করলেন ব্লক সভাপতি। এমনই ঘটনার জেরে কোচবিহারে ফের সামনে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেদের ঘোষিত তালিকা বৈধ বলে দাবি করেছে উভয় পক্ষই। অস্বস্তিতে রাজ্যের শাসক দল।

Advertisement

দলীয় সূত্রে জানা গিয়েছে, গত ১০ নভেম্বর নভেম্বর কোচবিহার-২ ব্লকের ১৩টি অঞ্চলের দলীয় সভাপতিদের নাম ঘোষণা করেন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এর পর আজ শুক্রবার ফের ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশিস রায় বানেশ্বরে দলীয় কার্যালয়ে ৯টি অঞ্চল সভাপতির নাম ঘোষণা করেন। বাকি চারটি নাম অপরিবর্তিত থাকছে বলে জানান শুভাশিস।

দলের জেলা নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, ‘‘আমাদের সঙ্গে কোনও আলোচনা না করেই অঞ্চল সভাপতিদের নাম ঘোষণমা করা হয়েছিল। তাই আমরা ফের নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণা করলাম। ৯টি অঞ্চলের সভাপতিদের নাম ঘোষণা হয়েছে। বাকি চারটি নাম আগের তালিকার সঙ্গে অপরিবর্তিত।’’

Advertisement

আরও পড়ুন: শীতের আমেজ আগামী সপ্তাহে, সোমবার থেকে নামবে তাপমাত্রা, জানাল হাওয়া অফিস

আরও পড়ুন: নিউটাউনে সেন্ট জেভিয়ার্সের অধ্যাপককে সপরিবার বেধড়ক মার, অভিযুক্ত প্রতিবেশী

জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, ‘‘বিগত দিনে আমি যে নামগুলো ঘোষণা করেছিলাম, সেটি বৈধ। কেন আবার এই ধরনের নতুন কমিটি ঘোষণা করা হল, সেটা রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করব। রাজ্য নেতৃত্ব যা ব্যবস্থা গ্রহণ করবে, সেটাই মেনে নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement