সূচনা: উদ্বোধনে সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। —নিজস্ব চিত্র।
‘ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে’র উদ্বোধনে এসে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার প্রশংসা করলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক কংগ্রেসের শঙ্কর মালাকারের। শনিবার শিলিগুড়ির মুখ্য ডাকঘরের উদ্বোধন অনুষ্ঠানে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সিপিএমের তাপস সরকারও উপস্থিত ছিলেন। আমন্ত্রণ পত্রে নাম থাকলেও অনুপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শঙ্করবাবু বলেন, ‘‘সিপিএমের আমলে সরকারি অনুষ্ঠানে আমাদের ডাকা হত না। বর্তমানেও ডাকা হয় না। তবে সুরেন্দ্রবাবুরা আমাদের ডেকেছেন। আমরা খুশি।’’ বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর অমর্যাদা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। এদিন সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের ৮টি জেলার ডাকঘরে এই পরিষেবা মিলবে বলে জানিয়েছেন কর্তারা। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন। ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্ক তারই একটা অংশ।’’
এদিন পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কের সূচনা হল জলপাইগুড়িতে। শনিবার বিকেলে জলপাইগুড়ির প্রধান ডাকঘরে এই ব্যাঙ্কের উদ্বোধন করেন কেন্দ্রীয় সাংসদ জর্জ বেকার। দিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের পর জলপাইগুড়ি শাখার ফিতে কেটে এর আনুষ্ঠানিক সূচনা করেন জর্জ। উপস্থিত ছিলেন ডাকবিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, এখানে সর্বচ্চো একলক্ষ টাকা জমা রাখতে পারবেন গ্রাহক। সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে। তবে কোনও ঋন দেওয়ার ব্যবস্থা থাকছে না এখানে।