প্রতীকী ছবি।
ভোট আসছে, কোচবিহারে যুযুধান রাজনৈতিক শিবিরের তৎপরতাও বাড়ছে। শনিবার কোচবিহারে তৃণমূল মহিলা কংগ্রেসের সাংগঠনিক সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে এ দিন কোচবিহার জেলায় নানা কর্মসূচি ছিল বিজেপি নেতা রাহুল সিংহের। দুুই নেতা-নেত্রীর কর্মসূচিতে সরগরম শহর।
কোচবিহারের উৎসব অডিটোরিয়ামে দলের মহিলা শাখার কর্মসূচিতে চন্দ্রিমা অভিযোগ করেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫০ কোটি মানুষ ওদের টার্গেট। বাকি ৮০ কোটি বাদ। সমগ্র ভারতের মানুষের জন্য ওই পরিকল্পনা তৈরি হয়নি। আর স্বাস্থ্যসাথীতে রাজ্যের ১০ কোটি মানুষকে যুক্ত করা হবে। আয়ুষ্মান ভারত হলে ওটা দুই-আড়াই কোটিতে নামিয়ে আনতে হবে।’’
সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রাহুল সিংহ বলেন, “আয়ুস্মান ভারত প্রকল্পে কাটমানি খাওয়ার সুযোগ নেই। তাই লাগু করা হল না।” চন্দ্রিমা মনে করালেন, “মনে রাখবেন নোটবন্দির টাকা আজ ওদের পকেটে।” মিহির গোস্বামীর বিজেপিতে যোগদান, মুখ্যমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে রাহুল বলেন, “দুর্গ ভাঙন আটকাতে, ড্রামেজ কন্ট্রোল করতে মুখ্যমন্ত্রীকে ছুটে আসতে হচ্ছে।”