হরকা বাহাদুর ছেত্রী। ফাইল চিত্র।
কালিম্পঙের বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী নতুন দল গড়ার কথা ঘোষণা করলেন। রবিবার মোর্চার প্রাক্তন এই কেন্দ্রীয় কমিটির নেতা ওই ঘোষণা করেছেন। তাঁর যুক্তি, কালিম্পংকে আলাদা জেলা হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করে দিয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই কালিম্পং জেলা হবে। তখন আর আমরা চুপচাপ বসে থাকতে পারব না। উন্নয়ন, দাবিদাওয়া, কাজকর্ম সব কিছুর জন্য একটা রাজনৈতিক দল দরকার হবেই। কালিম্পঙের বিধায়কের কথায়, ‘‘জানতে পেরেছি ১৮ ডিসেম্বের মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে কথা হবে।’’ গত ১৮ সেপ্টেম্বর মোর্চা থেকে পদত্যাগ করেছিলেন হরকা বাহাদুর। তাঁর অভিযোগ ছিল, মোর্চা নেতারা কোনও বিষয় নিয়ে বিধায়কদের সঙ্গে আলোচনা করছেন না। উন্নয়ন বা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মোর্চা নেতৃত্ব আন্তরিক নন বলেও তিনি অভিযোগ করেছিলেন। তার পরে ১০ অক্টোবর তিনি একটি অরাজনৈতিক সংগঠনও গড়েন। ‘ডিস্ট্রিক্ট ডিমান্ড কমিটি’ নামে সংগঠনটির মাধ্যমে তিনি কালিম্পং জেলার দাবিও তোলেন। হরকা বাহাদুর বলেন, ‘‘কালিম্পং জেলা ঘোষণার পর আমি তো চুপচাপ বসে থাকতে পারব না। নানা কাজকর্ম করতে হবে। রাজনৈতিক কর্মসূচিও নিতে হবে। তা ছাড়া অনেকেই দল তৈরির জন্য বলছেন। সেই চিন্তাভাবনা করে নতুন দল তৈরি করব। নির্দিষ্ট সময়ে বাকি সব ঘোষণা করা হবে।’’
হরকা বলেন, ‘‘গত ১০৭ বছর ধরে পাহাড় এই দাবিতে সরব রয়েছে। তবে তা তো হয়নি, উল্টে নানা ভাবে পাহাড়ের ক্ষতিই হয়েছে। মুষ্টিমেয় মানুষ ক্ষমতা ভোগ করে যাচ্ছে। প্রথম মানুষকে স্বনির্ভর শক্তিশালী করতে হবে। তার পরে আলাদা রাজ্যের দাবি আসতে পারে। তবে এখন তার সঠিক সময় নয়। মানুষের সমস্যার সমাধান, পরিকাঠামোগত উন্নতি আগে করতে হবে।’’ মোর্চার সহকারী সম্পাদক জ্যোতিকুমার রাই বলেন, ‘‘কে কী করছেন বা করবেন, তা নিয়ে আমরা কিছু বলছি না। এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে মোর্চা সম্পর্কে উনি যা বলেছেন তা সঠিক নয়।’’