গোর্খাল্যান্ড নিয়ে মোর্চাকে চাপ হরকার

পৃথক রাজ্যের দাবি নিয়ে মোর্চার ওপর পাল্টা চাপ তৈরির কৌশল নিলেন কালিম্পঙের বিদায়ী বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৬ ০২:৪৪
Share:

পৃথক রাজ্যের দাবি নিয়ে মোর্চার ওপর পাল্টা চাপ তৈরির কৌশল নিলেন কালিম্পঙের বিদায়ী বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী। গোর্খাল্যান্ডের ব্যাপারে মোর্চার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন তিনি। গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে এ বার তৃণমূলের সমর্থন নিয়ে কালিম্পঙে ভোটে লড়ছেন হরকা বাহাদুর। সম্প্রতি মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ দু’দফায় কালিম্পঙে এসে প্রচার চালিয়েছেন। তৃণমূলের সমর্থন নিয়ে ভোটে লড়ায়, হরকাকে গোর্খাল্যান্ড বিরোধী বলেও কটাক্ষ করেছিলেন গুরুঙ্গ। এ বার পাল্টা চাপ দিতে হরকার প্রশ্ন, ‘‘এতদিন গোর্খাল্যান্ড তৈরি করার জন্য বিমল গুরুঙ্গ কী পদক্ষেপ করেছেন তা জানাতে হবে।’’ যদিও, এ দিন তিনি নিজে অবশ্য পৃথক রাজ্যের দাবি থেকে সচেতনভাবেই সরে ছিলেন। বৃহস্পতিবার কালিম্পং মোটরস্ট্যান্ডে জনসভা করেন হরকা। গত তিনদিন ধরে গুরুঙ্গ কালিম্পঙেই প্রচার চালাচ্ছেন। তাই গোর্খাল্যান্ড নিয়ে প্রশ্ন তুলে গুরুঙ্গের ওপর হরকা চাপ বাড়িয়ে রাখলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement