দুর্ঘটনার কবলে পড়ল নতুন চালু হওয়া বাতানুকূল ভলভো বাস ‘বাংলাশ্রী এক্সপ্রেস’। শনিবার সকালে পুরাতন মালদহের মঙ্গলবাড়ি এলাকার ঘটনা।
এ দিন কলকাতা থেকে জলপাইগুড়ি যাচ্ছিল ‘বাংলাশ্রী’। সেই সময় ইট বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়ে যায়। ঘটনায় কেউ আহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে। পুলিশ গিয়ে দু’টি গাড়ি আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে। ’’
রাজ্য জুড়ে প্রতিটি জেলা সদরের সঙ্গে কলকাতা জুড়তে চালু হয়েছে এই শীতাতপ নিয়ন্ত্রিত বাস। সেই বাসের নাম দেওয়া হয়েছে ‘বাংলাশ্রী এক্সপ্রেস’। কলকাতায় সেই বাসের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে জলপাইগাড়ির উদ্দেশে রওনা দেয় একটি বাস। সকাল ছটা নাগাদ পুরাতন মালদহের মঙ্গলবাড়িতে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় পড়ে বাসটি। বাসটিতে ২৫-৩০ জন যাত্রী ছিলেন বলে দাবি বাসিন্দাদের। পরে অন্য বাসে করে যাত্রীরা গন্তব্যে রওনা দেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহের দিকে ইট বোঝাই করে মঙ্গলবাড়ির দিকেই আসছিল একটি ট্রাক্টর। সেই সময় যাত্রী বোঝাই বাসটি রায়গঞ্জের দিকে যাচ্ছিল। আচমকা ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে। বাসের সামনের অংশ ভেঙে দুমড়ে যায়। ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়তে হয় অন্য যাত্রীদের। বাংলাশ্রী বাসের চালক সুরজিৎ দে দাবি করে বলেন, ‘‘মঙ্গলবাড়িতে একজন যাত্রী গাড়ি থেকে নামেন। ফলে আমার গাড়ির গতি প্রায় ৪০ কিলোমিটার ছিল। ট্রাক্টরটিও ওর রুটেই ছিল। কী ভাবে ধাক্কা লাগল বুঝতে পারছি না।’’ ট্রাক্টর চালক পলাতক।