শিশুকন্যা উদ্ধার পুলিশের

এক মহিলার অভিযোগ পেয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা পরিষদের প্রার্থী তথা ফুলবাড়ি এলাকার বাসিন্দা অলক সেনের বাড়িতে পালিত একটি শিশুকন্যাকে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে।

Advertisement
শিলিগুড়ি শেষ আপডেট: ১১ মে ২০১৮ ০১:৫৬
Share:

উদ্ধার: পুলিশের হেফাজতে শিশুকন্যা। নিজস্ব চিত্র

এক মহিলার অভিযোগ পেয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা পরিষদের প্রার্থী তথা ফুলবাড়ি এলাকার বাসিন্দা অলক সেনের বাড়িতে পালিত একটি শিশুকন্যাকে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ জানায়, লিখিতভাবে ওই মহিলা অভিযোগ করেছেন, বিশেষ পরিস্থিতিতে তিনি তাঁর শিশুকন্যাকে এক মাস বয়সে অলকবাবুর হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন। এখন শিশুটির পাঁচ বছর বয়স হয়ে গেলেও তাকে ফেরত পাচ্ছেন না তিনি। জেলার শিশু সুরক্ষা কমিটির কাছেও এই অভিযোগ পৌঁছয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে অলকবাবুর বাড়ি থেকে শিশুকন্যাকে উদ্ধার করে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হোমে রেখেছে। আজ, শুক্রবার শিশুটিকে জলপাইগুড়ি আদালতে নিয়ে যাবে পুলিশ। বিজেপি প্রার্থী অলকবাবু অবশ্য গোটা ঘটনার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করছেন। তাঁর পরিবারের দাবি, বিধি মেনে শিশুকন্যাকে দত্তক নিয়েছিলেন অলকবাবু। সেই নথিপত্রও আদালতে দাখিল করা হবে। পরিবারের অভিযোগ, শিশুকন্যার মা সম্প্রতি টাকা চাইতে আসে। তা দিতে অস্বীকার করায় এমন অভিযোগ করা হয়েছে। অভিযোগকারিণীর দাবি, তিনি কোনও টাকা চাননি শুধু শিশুকন্যাকে ফেরত চান। পারিবারিক সূত্রের দাবি, শিশুকন্যা অবশ্য হোমে যাওয়ার সময়ে অলকবাবু ও তাঁর স্ত্রীকেই বাবা-মা বলে ডেকে সেখানেই থাকতে চেয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement