মালদহে পঞ্চায়েতের বোর্ড গঠন ২৩ অগস্ট

নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজনৈতিক দলগুলি জোর তত্পরতা শুরু করে দিয়েছে। বিশেষ করে ত্রিশঙ্কু থাকা ৬৩টি পঞ্চায়েতে বোর্ড গড়া নিয়ে। তৃণমূলের দখলে বেশি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি থাকায় তাঁদেরই তত্পরতা বেশি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৮ ০৪:১৯
Share:

পঞ্চায়েতের ভোট গণনার সময় উত্তেজনা। —ফাইল ছবি

মালদহে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠনের নির্ঘণ্ট প্রকাশ করল জেলা প্রশাসন। সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা চলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়-পরাজয় ঘোষণা হওয়া পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলি বাদ দিয়েই নির্ঘণ্টটি প্রকাশিত হয়েছে। তাতে জেলার ১৪৬টি পঞ্চায়েতের মধ্যে ১৩৬টি ও ১৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৩টিতে বোর্ড গঠন হবে। ২৩ অগস্ট থেকে সেই বোর্ড গঠন শুরু হবে। নির্ঘন্ট প্রকাশ হতেই রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে তত্পরতা।

Advertisement

জেলায় ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল পেয়েছে ৫৮টি, বিজেপি ২১টি, কংগ্রেস চারটি ও ত্রিশঙ্কু ৬৩টি। কিন্তু ১৪৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে মোজমপুর, নওদা যদুপুর, জালুয়াবাধাল, সুজাপুর, বামনগ্রাম-মোসিমপুর, কালিয়াচক ২, মোথাবাড়ি, মহদিপুর, যদুপুর ১ ও মহারাজপুর— এই ১০টি গ্রাম পঞ্চায়েতে শাসক দলের একাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা চলায় এই ১০টি পঞ্চায়েত বাদ দিয়েই জেলা প্রশাসন বোর্ড গঠনের নির্ঘণ্ট প্রকাশ করেছে। প্রশাসনিক সূত্রের খবর, ২৩ থেকে ২৯ অগস্টের মধ্যেই ওই সমস্ত পঞ্চায়েতের বোর্ড গঠন শেষ করা হবে। ২৩ তারিখ ন’টি, ২৪ তারিখ ৩৬টি, ২৭ তারিখ ৩৯টি, ২৮ তারিখ ২৮টি ও ২৯ তারিখ ২৪টি পঞ্চায়েতে বোর্ড গঠন হবে। এদিকে, ১৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে ইংরেজবাজার ও কালিয়াচক ১ পঞ্চায়েত সমিতিতে একাধিক তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সেই কারণে এই দু’টি বাদ দিয়ে বাকি ১৩টি পঞ্চায়েত সমিতিতেই বোর্ড গঠন করা হবে। ৩১ অগস্ট হরিশ্চন্দ্রপুর ১, চাঁচল ২, রতুয়া ১, ৪ সেপ্টেম্বর কালিয়াচক ২ ও ৩ এবং রতুয়া ২, ৫ সেপ্টেম্বর হরিশ্চন্দ্রপুর ২, চাঁচল ১ ও গাজল এবং ৬ সেপ্টেম্বর বামনগোলা, মানিকচক, হবিবপুর ও পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হবে।

নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজনৈতিক দলগুলি জোর তত্পরতা শুরু করে দিয়েছে। বিশেষ করে ত্রিশঙ্কু থাকা ৬৩টি পঞ্চায়েতে বোর্ড গড়া নিয়ে। তৃণমূলের দখলে বেশি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি থাকায় তাঁদেরই তত্পরতা বেশি। তৃণমূলের কার্যকরী জেলা সভাপতি দুলাল সরকার বলেন, ‘‘৫৮টি পঞ্চায়েত ও বেশিরভাগ পঞ্চায়েত সমিতিতে আমরাই বোর্ড গঠন করছি।’’ বিজেপির জেলা সাধারণ সম্পাদক অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূল দল ভাঙানোর খেলায় মেতেছে। তবুও যেখানে আমাদের শক্তি ও সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেখানে আমরা বোর্ড গড়ব।’’

Advertisement

জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হেমন্ত শর্মা বলেন, ‘‘যেখানে আমরা একক ভাবে রয়েছি সেখানে বোর্ড গড়বই। এ ছাড়া ত্রিশঙ্কুতে যেখানে আমাদের শক্তি বেশি রয়েছে সেখানে বিজেপিকে বাদ দিয়ে অন্য কোনও দল আমাদের সমর্থন করলে তাঁদের নিয়েই বোর্ড হবে।’’ সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, ‘‘তৃণমূল দল ভাঙানোর রাজনীতি করছে। ফলে বোর্ড গঠন কতটা সুস্থভাবে হবে তা নিয়ে আমরা সন্দিহান।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement