migrant worker

Jalpaiguri: জম্মুতে কাজে গিয়ে ধসের কবলে পড়ে মৃত্যু জলপাইগুড়ির তিন পরিযায়ী শ্রমিকের

ধূপগুড়ি থানা এলাকা থেকে গত ৩ মে ১১-১২ জন শ্রমিক জম্মুতে কাজ করতে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, তাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২০ মে ২০২২ ২২:৪৭
Share:

নিজস্ব চিত্র

জম্মুতে কর্মসূত্রে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল জলপাইগুড়ির তিন পরিযায়ী শ্রমিকের। সুড়ঙ্গে কাজ করতে নেমে ধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে তাঁদের। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ জম্মুর রাম্বনে ঘটনাটি ঘটেছে।

Advertisement

ধূপগুড়ি থানা এলাকা থেকে গত ৩ মে ১১-১২ জন শ্রমিক জম্মুতে কাজ করতে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, তাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে তিন জনের বাড়ি গধেয়ার কুঠি অঞ্চলের চরচরা এলাকায়। তাঁদের নাম, পরিমল রায় (৩৫), দীপক রায় (৩০), সুধীর রায় (৩১)। সূত্রের খবর, এখনও দু’জন শ্রমিক আটকে রয়েছেন ওই সুড়ঙ্গে। তাঁদের নাম যাদব রায় (২৩) এবং গৌতম রায় (২২)। দু’জনের বাড়িই মাগুরমারির পশ্চিম মল্লিকপাড়া এলাকায়।

শুক্রবার সকালে তিন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর চরচরা ও মাগুরমারি গ্রামে এসে পৌঁছেছে। স্থানীয়েরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ সুড়ঙ্গে ঢুকেছিলেন ওই পাঁচ শ্রমিক। সেই সময়েই ধস নেমে এই দুর্ঘটনা ঘটে বলে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement