দমকলের ইঞ্জিন উল্টে কর্মীর মৃত্যু

আগুন নেভাতে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দমকলের ইঞ্জিন উল্টে মৃত্যু হল এক দমকলকর্মীর। তিনি ওই গাড়ির চালক ছিলেন। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও চার দমকলকর্মী ও সাইকেল আরোহী এক বৃদ্ধও। শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার রসিদপুর এলাকার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্যসড়কে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০২:৫১
Share:

আগুন নেভাতে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দমকলের ইঞ্জিন উল্টে মৃত্যু হল এক দমকলকর্মীর। তিনি ওই গাড়ির চালক ছিলেন। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও চার দমকলকর্মী ও সাইকেল আরোহী এক বৃদ্ধও। শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার রসিদপুর এলাকার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্যসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম দিলীপ সিংহ মহাপাত্র(৩৯)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার সিমলাপাল এলাকায়। দুর্ঘটনায় জখম বাকি চার দমকলকর্মীর নাম ধরনীকান্ত পাল, পুলক গুহ, সুমন্ত চক্রবর্তী ও সোমনাথ ভৌমিক। তাঁদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কালিয়াগঞ্জের বালাম এলাকার বাসিন্দা চম্পলা নামে ওই সাইকেল আরোহীকে জখম অবস্থায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement