Fire Breaks Out

কালিয়াচকে কাপড়ের ব্যাগের দোকানে আগুন, স্থানীয়দের দাবি, বাজি থেকেই বিপত্তি

কালিয়াচকের চৌরঙ্গি মোড় এলাকায় প্রচুর দোকানপাট রয়েছে। কাপড়ের দোকানটিতে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় এবং ব্যবসায়ীদের মধ্যে। ওই দোকানের নীচে রয়েছে খেলনার দোকান।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কালিয়াচক শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৪:৩৩
Share:

কালিয়াচকের চৌরঙ্গি মোড় এলাকার দোকানে আগুন। ছবি: ভিডিয়ো থেকে।

মালদহের কালিয়াচকের চৌরঙ্গি মোড় এলাকায় একটি দোকানে শুক্রবার সকালে আগুন লাগে। ওই দোকানটিতে কাপড়ের ব্যাগ তৈরি করা হয়। সেই কারণে প্রচুর কাপড় এবং প্লাস্টিক মজুত করা ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। শেষে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, কালীপুজোর বাজি থেকে আগুন লেগেছে ওই দোকানে। যদিও পুলিশ এই নিয়ে এখনও কিছু জানায়নি।

Advertisement

কালিয়াচকের চৌরঙ্গি মোড় এলাকায় প্রচুর দোকানপাট রয়েছে। কাপড়ের দোকানটিতে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় এবং ব্যবসায়ীদের মধ্যে। ওই দোকানের নীচে রয়েছে খেলনার দোকান। পাশে বইয়ের দোকান। সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, তাই দ্রুত সক্রিয় হন স্থানীয়েরা। কাপড়ের দোকানটিতে জল ঢালতে শুরু করেন। খবর পেয়ে সেখানে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। নিয়ন্ত্রণে আনে আগুন।

স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকেই ওই এলাকায় বাজি ফাটানো হচ্ছে। বার বার বারণ করা হলেও তারা শোনেনি। তা থেকেই বিপত্তি বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement