Fire

শিলিগুড়িতে রাসায়নিক কারখানা আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের তিনটি ইঞ্জিন

স্থানীয় সূত্রে খবর, ব্লিচিং, রং তৈরির ওই কারখানা থেকে দুপুর নাগাদ ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখেন এলাকাবাসী। কিছু ক্ষণের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৬:০৪
Share:

শিলিগুড়িতে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড। নিজস্ব চিত্র।

শিলিগুড়িতে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড। ইস্টার্ন বাইপাস সংলগ্ন ভোলানাথ পাড়ার ঠাকুরতলা এলাকার ওই কারখানায় বৃহস্পতিবার বেলার দিকে আগুন লাগে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ব্লিচিং, রং তৈরির ওই কারখানা থেকে দুপুর নাগাদ ধোঁয়ার কুণ্ডলী বেরোতে দেখেন এলাকাবাসী। কিছু ক্ষণের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকম। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কারখানায় রাসায়নিক পদার্থ থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়েছে। ওই কারখানার আশপাশে বসতি এবং অন্য কারখানা ও গোডাউন থাকায় বড়সড় বিপদের আশঙ্কাও তৈরি হয়েছে। তবে এখনও হতাহতের কোনও খবর মেলেনি।

স্থানীয় কারখানা ও গোডাউন ব্যবসায়ী সমিতির সম্পাদক হিমাংশু গোয়েল বলেন, ‘‘রাসায়নিক পদার্থের কারখানা এটা। ফিনাইল, ব্লিচিং তৈরি হয়। আমাদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে এখনই আসল কারণ বলা যাচ্ছে না। দমকল প্রচেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রনে আনার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement