শিলিগুড়ির বহুতলে আগুন। — নিজস্ব চিত্র।
ধানবাদের মতো এ বার শিলিগুড়ির একটি বহুতলে বিয়েবাড়ির অনুষ্ঠানের সময় ঘটল অগ্নিকাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। দমকল বাহিনীর চেষ্টায় ঘণ্টা দু’য়েকের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন।
দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের প্রণামী মন্দির রোডে একটি বহুতলে আগুন লাগে। কেশব আগরওয়াল নামে ওই বহুতলের এক বাসিন্দার বাড়িতে ঘটে অগ্নিকাণ্ড। কেশবের বাড়িতে মেয়ের বিয়ে উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল সেই সময়। বাড়িতে ছিলেন বয়স্করাও। ঘটনার জেরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি দমকল কেন্দ্রের ২টি ইঞ্জিন। গোপাল দেবনাথ নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘আগুন দেখে আমরা কয়েক জন এলাকাবাসী ছুটে আসি। আবাসনে যাঁরা ছিলেন তাঁদের কোনও রকমে নামিয়ে আনি বহুতল থেকে।’’
যে ফ্ল্যাটে আগুন লেগেছে তার বাসিন্দা মণীশ আগরওয়াল বলেন, ‘‘একটা বিকট শব্দ হওয়ার পরই হুহু করে আগুন বেড়ে যায়৷ কিসের শব্দ হল তা বুঝতে পারিনি। মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল বাড়িতে। সেই সময়ই এই ঘটনা ঘটেছে। আমরা সকলে তাড়াহুড়ো করে বিল্ডিং থেকে নেমে এসেছি। কিন্তু কী করে আগুন লাগল তা কিছুতেই বুঝে উঠতে পারছি না। মাঝপথেই বিয়ের অনুষ্ঠানও বন্ধ হয়ে গিয়েছে।’’
দমকলের প্রায় ঘণ্টা দু’য়েকের চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। শিলিগুড়ি দমকল বাহিনীর আধিকারিক শঙ্কর সেন বলেন, ‘‘বিয়ে উপলক্ষে ঘর সাজানো হয়েছিল। তার ফলে বেড়ে যায় আগুনের মাত্রা। তবে কেউ হতাহত হননি। বহুতলটিতে আগুন নিয়ন্ত্রণে আনার কোনও ব্যবস্থা ছিল না। আমরা রিপোর্ট দেব।’’