Siliguri fire

শিলিগুড়ির আইওসি-র সামনে অগ্নিকাণ্ড, কিছু ক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনল দমকলের দু’টি ইঞ্জিন

স্থানীয় সূত্রে জানা খবর, টায়ারের দোকানে থাকা হাওয়া ভরানোর মেশিন থেকে বুধবার কোনও ভাবে আগুন লাগে। সেই আগুন পাশের দু’টি দোকানেও ছড়িয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ২৩:৩৮
Share:

—নিজস্ব চিত্র।

শিলিগুড়ির এনজেপি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)-এর টার্মিনালের সামনে অগ্নিকাণ্ড। বুধবার বিকেলে সেখানে একটি টায়ারের দোকানে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। তবে কিছু ক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা খবর, টায়ারের দোকানে থাকা হাওয়া ভরানোর মেশিন থেকে বুধবার কোনও ভাবে আগুন লাগে। সেই আগুন পাশের দু’টি দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইওসি থেকে ফোম দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে এনজেপি থানার পুলিশও পৌঁছয়।

দমকল আধিকারিক সঞ্জয় দত্ত বলেন, ‘‘ঘটনাস্থলে দু’টি ইঞ্জিন এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। টায়ারের দোকানে আগুন লেগেছিল। তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।’’ আইওসি র সামনের দোকানগুলিতে দীর্ঘদিন ধরেই দাহ্য পদার্থ চোরাচালানের অভিযোগ উঠছিল। সেখান থেকেই আগুনের উৎপত্তি কি না, সেই প্রশ্নের জবাবে সঞ্জয় বলেন, ‘‘আগুনের উৎপত্তি নিয়ে আমাদের এখনও কোনও ধারণা নেই। তবে যদি দাহ্য পদার্থই আগুনের উৎস হয়ে থাকে, তা হলে এই দোকানগুলির ক্ষেত্রে কোনও ফায়ার লাইসেন্স নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement