—নিজস্ব চিত্র।
গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার রামকৃষ্ণপল্লী এলাকায়। আগুনে ঝলসে গুরুতর ভাবে এক জখম এক ব্যক্তি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। রয়েছে ইসলামপুর থানার পুলিশও।
বুধবার বিকেলে রামকৃষ্ণপল্লী এলাকার একটি গবাদি পশুখাদ্যের গোডাউনে লাগে। অগ্নিকাণ্ডের ঘটনার সময় এক ব্যক্তি কাজ করছিলেন গোডাউনে। পুলিশ জানিয়েছে, আগুনে ওই ব্যক্তির মুখ ও শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। একটি বাইকেও আগুন লেগেছে।
আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় হইচই পড়ে গিয়েছে ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় লোডশেডিং করে দেওয়া হয়েছে। কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
গোডাউন মালিকের দাবি, সিগারেটের আগুন বাইকে লেগেই এই ঘটনা ঘটেছে। যদিও শর্ট সার্কিট থেকে আগুন গেলে থাকতে পারে বলে মনে করছে দমকল।