— প্রতীকী ছবি।
কাজ করতে গিয়ে হাই ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে পুড়ে গেলেন এক ইলেক্ট্রিক মিস্ত্রি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভার সেলিমাবাদে। আশঙ্কাজনক অবস্থায় বালুরঘাট হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
সেলিমাবাদে একটি বহুতলে ইলেক্ট্রিকের কাজ করছিলেন বছর ৩৫-এর আনন্দ সরকার। রবিবার সকালে নির্মীয়মাণ বিল্ডিংয়ে তার ফেলার কাজ করছিলেন আনন্দ। ওই বিল্ডিংয়ের কাছ দিয়ে গিয়েছে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন। তার ফেলতে ফেলতে ভুলবশত তার গিয়ে পড়ে ওই বিদ্যুতের লাইনের উপর। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন আনন্দ। অভিঘাতে আগুন ধরে যায়। তড়িঘড়ি আনন্দকে উদ্ধার করে প্রথমে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে বালুরঘাট হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
রশিদপুর এলাকারই বাসিন্দা আনন্দ। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুক এবং শরীরের বাঁ দিক পুড়ে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।