earthquake

Earthquake in North Bengal: গভীর রাতে ভূমিকম্প উত্তরবঙ্গে, কম্পন স্বল্পস্থায়ী, ক্ষয়ক্ষতি নেই প্রায়

শুক্রবার রাত বারোটা নাগাদ পর পর দু’বার ঝাঁকুনি অনুভূত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ০২:২৭
Share:

প্রতীকী ছবি।

একে বৃষ্টি, তার উপর ভূমিকম্প! দুয়ের ফলায় ত্রস্ত উত্তরবঙ্গ। যদিও কম্পনের তীব্রতা খুব বেশি ছিল না। গভীর রাত পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Advertisement

শুক্রবার রাত বারোটা নাগাদ পর পর দু’বার ঝাঁকুনি অনুভূত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছু বোঝার আগের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তবে হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কম্পন বেশি ক্ষণ স্থায়ী না হওয়ায় তাঁদের স্বস্তি ফিরে আসে।

ভূ-বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভূমিকম্পের উৎসস্থল ভুটানের রাজধানী থিম্পু থেকে ৬৩ কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৭।

Advertisement

গত এক মাসেরও বেশি সময় ধরে উত্তরবঙ্গে নাগাড়ে বৃষ্টির হচ্ছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ কম থাকলেও সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছে উত্তররবঙ্গের সব জেলাতেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement