দিল্লিকাণ্ডের ছায়া শিলিগুড়িতে। নিজস্ব ছবি।
সংঘর্ষের পর চালক-সহ বাইককে অন্তত দেড় কিলোমিটার রাস্তা ঘষটে নিয়ে গেল ডাম্পার। এই ঘটনায় বাইকটিতে আগুন ধরে পুড়ে মারা গিয়েছেন চালক। ডাম্পারটিতেও আগুন ধরে গিয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে ঘটনাটি ঘটেছে। সম্প্রতি দিল্লিতেও একই ধরনের ঘটনা ঘটেছে। বর্ষবরণের রাতে স্কুটিতে ধাক্কার পর এক বছর কুড়ির তরুণীকে প্রায় ১২ কিলোমিটার রাস্তা টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঘাতক গাড়িতে থাকা পাঁচ মত্ত যুবকের বিরুদ্ধে। সেই ঘটনা নিয়ে দেশ জুড়ে আলোড়নের মধ্যে শিলিগুড়িতে ঘটে গেল এই ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম অনন্ত দাস। পেশায় শাঁখা ব্যবসায়ী। বাগডোগরা হাট থেকে গোঁসাইপুরের বাড়িতে ফিরছিলেন অনন্ত। সেই সময়েই ওই ঘটনা ঘটে। বাগডোগরা থেকে শিবমন্দিরমুখী একটি ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইকটি কোনও ভাবে আটকে যায় ডাম্পারের সঙ্গে। সেই অবস্থাতেই চালক-সহ বাইকটিকে টানতে টানতে অন্তত দেড় কিলোমিটার রাস্তা যায় ডাম্পারটি। ঘষটে নিয়ে যাওয়ার কারণেই বাইকটিতে আগুন ধরে যায়। আগুন লাগে ডাম্পারেও। পরে মাটিগাড়া দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে আগুন ধরে যাওয়ার কারণেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অনন্তের। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে যানজট তৈরি হয়। পুলিশ সূত্রে খবর, ডাম্পারচালককে আটক করা হয়েছে।