প্রতীকী ছবি।
প্রথম দফায় করোনার টিকাকরণ নিয়ে জোর তৎপরতা শুরু হল আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সে জন্য স্বাস্থ্য পরিষেবার সঙ্গে নানা ভাবে জড়িত প্রায় ১০ হাজার ৭০০ জনের নাম ইতিমধ্যেই নথিভুক্ত করা হয়েছে। টিকাকরণের কাজে যুক্তদের প্রাথনিক বাছাই পর্বও শুরু করেছেন স্বাস্থ্যকর্তারা। শুক্রবার জেলার তিনটি জায়গায় করা হবে টিকাকরণের ‘ড্রাই রান’ বা মহড়া।
জেলার স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, শুক্রবার গোটা রাজ্যেই টিকাকরণের মহড়া হবে। এ জন্য রাজ্য থেকে জেলায় তিনটি জায়গাকে বেছে নিতে বলা হয়। সেই অনুযায়ী আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, মাতৃসদন এবং যশোডাঙা গ্রামীণ হাসপাতালকে বেছে
নিয়েছেন স্বাস্থ্যকর্তারা। প্রথম দফায় টিকাকরণের কাজ শুরু হওয়ার আগে মহড়া যাতে ঠিকমতো হয়, নজর রাখছেন জেলার স্বাস্থ্যকর্তারা। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের অন্দরে চলে শেষ মুহূর্তের প্রস্তুতি।
আলিপুরদুয়ারের স্বাস্থ্যকর্তাদের আশা, আগামী সপ্তাহেই করোনার টিকা আলিপুরদুয়ারে পৌঁছে যাবে। তার পরে শুরু হবে টিকা দেওয়ার কাজ। জেলায় পৌঁছনোর পরে সেই টিকা যাতে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়, তা-ও দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্তারা। প্রথম পর্যায়ে টিকা দেওয়ার জন্য জেলার তিনটি বড় হাসপাতাল, বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে ২৭টি কেন্দ্র তৈরি রাখছে জেলা স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যকর্তাদের বক্তব্য, প্রতিটি জায়গায় ওই কাজে পাঁচ জন লাগবে। তাঁদের বাছাই করার প্রাথমিক কাজও শুরু হয়ে গিয়েছে।
প্রথম পর্যায়ে করোনার টিকাকরণ নিয়ে ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলার বাসিন্দাদের অনেকের মধ্যেও আগ্রহ ছড়িয়েছে। তবে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রথম পর্যায়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের টিকা দেওয়া হবে। যাঁদের নাম স্বাস্থ্য দফতরে নথিভুক্ত থাকতে হবে। তার পরে করোনার বিরুদ্ধে অন্য যাঁরা সামনের সারিতে থেকে লড়াই করেছেন, তাঁদের পাশাপাশি বাকিদের ধাপে ধাপে টিকা দেওয়ার কাজ শুরু করা হবে। আলিপুরদুয়ারের সিএমওএইচ গিরীশচন্দ্র বেরা জানিয়েছেন, প্রথম পর্যায়ে টিকাকরণের জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে।