Dilip Ghosh

সন্ধেয় চা-চক্র সেরে আজ সভা

কিছুদিন আগে সদলবলে বিজেপিতে যোগ দিয়েও ফের তৃণমূলে ফেরেন বিপ্লব। তবে তৃণমূলে এখনও তাঁকে কোনও পদ না দেওয়ায় গঙ্গারামপুরে প্রায় একঘরে হয়ে তাঁকে কাটাতে হচ্ছে বলে অভিযোগ।

Advertisement

অনুপরতন মোহান্ত

বালুরঘাট শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ০৪:১১
Share:

জনসভার মঞ্চে রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। নিজস্ব চিত্র।

তৃণমূলের বর্ষীয়াণ নেতা বিপ্লব মিত্রের খাসতালুক গঙ্গারামপুরে শিবির করে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দিয়ে আসন্ন বিধানসভা ভোটের প্রচার শুরু করল বিজেপি। রবিবার সন্ধ্যের পর উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভার অন্তর্গত বুনিয়াদপুরে পৌঁছন দিলীপ। সেখানে চা-চক্রে যোগ দিয়ে দু’দিনের কর্মসূচি শুরু করেন।

Advertisement

বিজেপি সূত্রে খবর, গঙ্গারামপুরে রাজ্য সভাপতিকে দিয়ে জনসভা করার কথা ছিল। পুলিশি অনুমতি না মেলায় সভার জায়গা পরিবর্তন করে বালুরঘাটের পতিরাম ফুটবল মাঠে করে বিজেপি। তাতে এক ঢিলে দুই পাখি মারতে গত কয়েক দিন ধরে পুরো প্রস্ততি ও প্রচারে নামেন নেতাকর্মীরা। বিজেপির রাজ্য নেতা নীলাঞ্জন রায় বলেন, ‘‘সোমবার পতিরামে জনসভার মাধ্যমে ৪টি বিধানসভা এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করা যাবে।’’

ওই সভার মাধ্যমে জেলা বিজেপি গঙ্গারামপুর, হরিরামপুর, কুমারগঞ্জ ও বালুরঘাট—দক্ষিণ দিনাজপুরের ৪টি বিধানসভা এলাকার মানুষকে প্রভাবিত করতে চাইছে বলে খবর পেয়ে সতর্ক জেলা তৃণমূল নেতৃত্বও। এ দিন তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকি বলেন, ‘‘আমরাও সতর্ক আছি। কোনওরকম প্ররোচনায় পা না-দিতে দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’’

Advertisement

কিছুদিন আগে সদলবলে বিজেপিতে যোগ দিয়েও ফের তৃণমূলে ফেরেন বিপ্লব। তবে তৃণমূলে এখনও তাঁকে কোনও পদ না দেওয়ায় গঙ্গারামপুরে প্রায় একঘরে হয়ে তাঁকে কাটাতে হচ্ছে বলে অভিযোগ। বিধানসভা ভোটের মুখে গঙ্গারামপুরের খোলা মাঠ পেয়ে তাই রাজ্য সভাপতিকে দিয়ে দল সাজানোর সুযোগ হাতছাড়া করেনি বিজেপি।

এ দিন রাতে গঙ্গারামপুর শহরের একটি হোটেলে থেকে সোমবার সকাল থেকে ওই মহকুমা শহরে একাধিক কর্মসূচিতে রাজ্য সভাপতিকে শামিল করাচ্ছে গেরুয়া শিবির। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ থেকে গঙ্গারামপুর শহরের মোড়ে ‘চায়ে পে চর্চা’র পর দলের জেলা পদাধিকারীদের নিয়ে গঙ্গারামপুরেই বৈঠক করবেন তিনি। দুপুরে পতিরামে জনসভা। দিলীপের সভা ঘিরে সতর্ক রয়েছে পুলিশিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement