Siliguri

টানাপড়েন চলছেই ডেঙ্গি নিয়ে

স্বাস্থ্য দফতর সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, ডেঙ্গি নিয়ে জেলা মনিটরিং কমিটির বৈঠকে পুরসভার প্রতিনিধিদের বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছিল। 

Advertisement

সৌমিত্র কুণ্ডু

শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০১
Share:

প্রতীকী ছবি

জানুয়ারি মাসে শহরে ডেঙ্গিতে কেউ আক্রান্ত হওয়ার তথ্য নেই শিলিগুড়ি পুরসভার কাছে। বুধবার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ শঙ্কর ঘোষ দাবি করেন, জেলা স্বাস্থ্য দফতর এমন কিছু তথ্য পুরসভাকে জানায়নি। এমনকি, সরকারি নির্দেশ না-আসায় ভেক্টর কন্ট্রোল টিম এবং বাড়ি বাড়ি সমীক্ষা দলও গঠন হয়নি। তাই জ্বর, বিশেষ করে ডেঙ্গি নিয়ে সমীক্ষা শুরুই হয়নি। স্বাস্থ্য দফতর সূত্রে অবশ্য দাবি করা হয়েছে, ডেঙ্গি নিয়ে জেলা মনিটরিং কমিটির বৈঠকে পুরসভার প্রতিনিধিদের বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছিল।

Advertisement

পুরসভার ৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গির সংক্রমণ শুরু হয়েছে। আক্রান্ত হয়েছে দু’জন। অথচ এখনও বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শুরু না-করা নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, ‘‘সম্প্রতি ডেঙ্গি নিয়ে জেলা মনিটরিং কমিটির বৈঠক হয়েছে স্টেট গেস্ট হাউজে। সেখানে স্লাইড-শো দেখানো থেকে আগাম প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। পুরসভার প্রতিনিধিরাও বৈঠকে ছিলেন। তাঁদের সমস্ত কিছুই জানার কথা। বৈঠকে একটি রিপোর্টও দেওয়া হয়েছে। তাতেও জানুয়ারি মাসে কোথায় কত জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, সেই তথ্য ছিল।’’

পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ শঙ্কর ঘোষ জানান, ডিসেম্বরের শেষে দু’জন আক্রান্তের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাতে ডেঙ্গির জীবাণু মিলেছিল বলে জানুয়ারি মাসে জানানো হয়। তা ছাড়া অন্য তথ্য নেই। ডেঙ্গি প্রতিরোধের কাজ নিয়ে পুরসভা এবং স্বাস্থ্য দফতরের মধ্যে সমন্বয়ের কোনও সমস্যা হচ্ছে কি না, সেই প্রশ্ন উঠেছে। মেয়র পারিষদ বলেন, ‘‘স্বাস্থ্য দফতর সমস্ত কিছুই খাতায়কলমে করে রাখছে। বাস্তবে কাজ শুরু হয়নি। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা না আসায় বাড়ি বাড়ি সমীক্ষা করার দল তৈরি করা যায়নি। ভিসিটি টিম তৈরি হয়নি। তাতে সমীক্ষা এবং ডেঙ্গি প্রতিরোধের কাজ সুষ্ঠুভাবে করা যাচ্ছে না। তাই দ্রুত সমীক্ষক দল এবং ভিসিটি তৈরির দাবি জানাচ্ছি।’’ যে কাজ হচ্ছে, তা পুরসভার সাফাই কর্মী অথবা মহিলা আরোগ্য সমিতি বা ‘মাস’ দলের স্বাস্থ্যকর্মীদের দিয়ে করাতে হচ্ছে। জেলা স্বাস্থ্য দফতরের দাবি, কী ভাবে কী করতে হবে, জেলা মনিটরিং কমিটির বৈঠকে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়। সেই মতো সমীক্ষক দল তৈরি বা ভিসিটি তৈরিতে সমস্যা হওয়ার কথা নয়।

Advertisement

শঙ্করের দাবি, ‘‘কলকাতায় ডেঙ্গি প্রতিরোধের বৈঠকে গিয়ে যা বুঝতে পেরেছি, তারা ২০১১ সালের জনগণনার তথ্য ধরে ডেঙ্গি প্রতিরোধে পরিকাঠামো সরবরাহের হিসেব করা হচ্ছে। কিন্তু লোকসংখ্যা তো অনেক বেড়েছে। সেটা স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দেখা দরকার।’’

বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, ‘‘ডেঙ্গি প্রতিরোধে কয়েকটি ভিডিয়ো ক্লিপিং ছাড়া আর কিছু পরিষেবা এই বোর্ড দিতে পারেনি। মেয়র ভোটের আগে ছবি বিক্রি করতে ওই ভিডিয়ো বানিয়েছেন। তিনি নিজেকে অমিতাভ বচ্চন ভাবছেন।’’ মেয়র এ সব কথার জবাব দিতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement