jalpaiguri

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে যুবকের ধর্না ধূপগুড়িতে

বাঘাযতিন কলোনি রায়পাড়ার যুবকের সঙ্গে ওই এলাকারই বাসিন্দা দশম শ্রেণির এক ছাত্রীর দীর্ঘ ৫ বছর প্রেমের সম্পর্ক ছিল। এক বছর আগে সেই সম্পর্ক ভেঙে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১৯:২৩
Share:

প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের ধর্না। - নিজস্ব চিত্র

ধূপগুড়িতে প্রেমিকার বাড়ির সামনে বিয়ের দাবিতে ধর্না প্রেমিকের। জানা গিয়েছে, শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতিন কলোনি রায়পাড়ার যুবকের সঙ্গে ওই এলাকারই বাসিন্দা দশম শ্রেণির এক ছাত্রীর দীর্ঘ ৫ বছর প্রেমের সম্পর্ক ছিল। এক বছর আগে সেই সম্পর্ক ভেঙে যায়। এর পরও মেয়েটিকে ছাড়তে রাজি নয় প্রেমিক। এ বার প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে নাছোড় প্রেমিক।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্পর্ক বজায় রাখতে প্রায় দিনই মেয়েটিকে ফোন করে হুমকি দিত ওই যুবক। তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে বলেও যুবক ভয় দেখাত বলে অভিযোগ। দু'জনের মধ্যে মাঝেমাঝে ফোনে কথা হলেও মেয়েটি বিয়ে করতে অস্বীকার করে। এর পরই বৃহস্পতিবার মেয়েটির বাড়ির সামনে ধর্নায় বসে ওই যুবক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement