কোচবিহারের রাজারহাট জেডি হাসপাতালের পরিত্যক্ত জমিতে সরকারি উদ্যোগে মেডিক্যাল কলেজ তৈরির দাবি উঠেছে। শনিবার বিকালে কোচবিহারের মণীন্দ্রনাথ হাইস্কুলে ওই দাবিতে নাগরিক কনভেনশন হয়। কনভেনশন থেকে সিপিএম নেতা তথা প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায় ও ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন বিধায়ক দীপক সরকারকে যুগ্ম আহ্বায়ক করে রাজারহাট সরকারি মেডিক্যাল কলেজ দাবি সমিতি গঠিত হয়েছে । এ ছাড়াও ২১ জন কমিটিতে রয়েছেন। সিপিএম নেতা অনন্ত রায় বলেন, “রাজারহাটে পিপিপি মডেলে মেডিক্যাল কলেজ করার চেষ্টা হচ্ছে। আমরা চাই সরকারি উদ্যোগে ওই মেডিক্যাল কলেজ করা হোক। বাম আমলেই ওই উদ্যোগ নেওয়া হয়। দাবি পূরণে সমিতি কোচবিহার জেলাজুড়ে জনমত গড়ে তোলার কাজ খুব শীঘ্রই শুরু হবে।”