ডুয়ার্সে ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ড

শুক্রবার নির্ভয়ার ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ঠিক তার পরের দিন একই অপরাধে ডুয়ার্সের মথুরা চা বাগানের শ্রমিক অ্যালবার্ট টোপ্পোকে মৃত্যুদণ্ড দিল আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত।

Advertisement

নারায়ণ দে

আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০২:৪৮
Share:

নির্বাক: মেয়েকে ধর্ষণ-খুনে অভিযুক্তের ফাঁসির সাজা হয়েছে। শনিবার সেই রায় শোনার পর সেই নাবালিকার মা। আলিপুরদুয়ারে। নিজস্ব চিত্র

শুক্রবার নির্ভয়ার ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ঠিক তার পরের দিন একই অপরাধে ডুয়ার্সের মথুরা চা বাগানের শ্রমিক অ্যালবার্ট টোপ্পোকে মৃত্যুদণ্ড দিল আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত।

Advertisement

২০১৩ সালের গোড়ায় চা বাগানের বাসিন্দা সপ্তম শ্রেণির ছাত্রীটিকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। ওই ঘটনার এক বছরের মধ্যে মৃত্যু হয় তার বাবার। তারপর থেকে চার বছরেরও বেশি সময় ধরে লড়াইটা একাই চালাচ্ছিলেন ওই নাবালিকার মা। শনিবার প্রতিবেশী অ্যালবার্টের মৃত্যুদণ্ডের সাজা শুনে আকাশের দিকে তাকিয়ে ছিলেন কয়েক পলক। তারপরেও কিছু বলা হয়নি। গলা বুজে এসেছিল কান্নায়।

ঘড়ির কাঁটায় দুপুর তখন একটা বেজে দশ মিনিট। আদালত কক্ষে কাঠগড়ায় দাঁড়িয়ে ধর্ষণ ও খুনে দোষী প্রমাণিত অ্যালবার্ট। তাকে উদ্দেশ করে বিচারক অশোক কুমার পালকে বলতে শোনা যায়,‘‘অপরাধের দু’টি ধারা আছে। একটি ধর্ষণ, একটি খুন। কিছু বলতে চাও?’’

Advertisement

অ্যালবার্ট জানায়, বাড়িতে সন্তান রয়েছে। মা ও রয়েছে তার। তারপরই বিচারকের নির্দেশে পুলিশ কাঠগড়া থেকে তাকে নামিয়ে নিয়ে যায়।

সরকারি আইনজীবী জহর মজুমদার জানান, ঘটনাটি বিরলতম বলে আখ্যা দিয়ে বিচারক দোষীর সাজা ঘোষণা করেছেন।

অ্যালবার্টের আইনজীবী অরুণ গঙ্গোপাধ্যায় জানান, তাঁরা উচ্চ আদালতে যাবেন। সংশোধনাগারে ফেরত যাওয়ার পথে অ্যালবার্টও দাবি করে সে চক্রান্তের শিকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement