Coochbihar

শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিএসএফের সাইকেল র‍্যালি পৌঁছল কোচবিহার

১০ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু হয় এই মৈত্রী র‍্যালি। র‍্যালির এই টিমে ১৩ জন জওয়ান রয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ০২:০৭
Share:

কোচবিহার পৌঁছল বিএসএফের সাইকেল র‍্যালি। —নিজস্ব চিত্র।

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে ভারত-বাংলাদেশের মৈত্রী আরও দৃঢ় করতে বিএসএফ আয়োজিত সাইকেল র‍্যালি কোচবিহারের জামালদহে পৌঁছল। বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের আধিকারিক এবং ১৪০ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিকরা র‍্যালিকে মালদহে স্বাগত জানান। এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই র‍্যালি আগামী ১৭ মার্চ মিজোরামে গিয়ে শেষ হবে।

Advertisement

১০ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু হয় এই মৈত্রী র‍্যালি। র‍্যালির এই টিমে ১৩ জন জওয়ান রয়েছেন। এই র‍্যালি মোট ৪ হাজার ৯৭ কিলোমিটার পেরিয়ে মিজোরাম পৌঁছবে বলে জানিয়েছেন বিএসএফ কর্তারা।

বিএসএফের কমান্ডিং অফিসার উপেন্দ্র রায় বলেন, “ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও নিবিড় করে তোলাই এই র‍্যালির লক্ষ্য। এই র‍্যালি অসম মেঘালয় মিজোরাম মণিপুরের সীমান্ত এলাকা দিয়ে যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement