নারী শক্তিকে তুলে ধরতে ১৪জন নারীকে নিয়ে প্রায় দু'হাজার কিলোমিটার র্যালী। ছবি - সন্দীপ পাল।
নারী শক্তিকে দেশ জুড়ে তুলে ধরতে গুয়াহাটি থেকে দিল্লি, প্রায় দু’হাজার কিলোমিটারের বেশি পথ সাইকেল র্যালি শুরু হয়েছে। বুধবার ১৪জন মহিলা প্রায় চারশো কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে জলপাইগুড়িতে হাজির হন। ডাইরেক্টর জেনারেল এনসিসি-র উদ্যোগে এই কর্মসূচি। ২৮ জানুয়ারি দিল্লিতে প্রধানমন্ত্রীর এক অনুষ্ঠানে এই র্যালি শেষ হবে বলে দাবি। এনসিসি-র ৭৫বছর উপলক্ষে, নারী শক্তির চেতনা তুলে ধরার পাশাপাশি, সবুজায়ন ও ‘ফিট ইন্ডিরা’র প্রচারে এই কর্মসূচি বলে দাবি উদ্যোক্তাদের। ‘মেগা সাইক্লোথন’ নাম দেওয়া হয়েছে এই সাইকেল র্যালির। র্যালিতে অংশগ্রহণকারীরা সকলেই উত্তরপ্রদেশের এনসিসি ডাইরেক্টরের সিনিয়র উইং-এর মহিলা ক্যাডেট। ২২ ডিসেম্বর অসমের গুয়াহাটির রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়ার উপস্থিতিতে এই সাইকেল র্যালির সূচনা হয়। এর পরে, বরপেটা, কোকরাঝাড়, কোচবিহার হয়ে এ দিন জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ে পৌঁছয়। সেখানে ৬১ ব্যাটেলিয়ান এনসিসি জলপাইগুড়ি উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অংশগ্রহণকারীদের সংবর্ধনা দেওয়া হয়। এই মেগা সাইক্লোথন দলের কমান্ডার তথা এনসিসি-র ডেপুটি গ্রুপ কমান্ডার (বারাণসী) কর্নেল অঞ্জন সেনগুপ্ত বলেন, ‘‘অসম থেকে র্যালি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ হয়ে দিল্লিতে যাবে। ২,১০৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করবেন অংশগ্রহণকারীরা, এটাই নারী শক্তি।’’
অংশগ্রহণকারী অশ্রিতা বারিক বলেন, ‘‘আমাদের আড়াই মাস সাইকেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রথমে খুব কষ্ট হয়েছিল। তবে আমরা যে সব কিছু জয় করতে পারি, সেই বার্তা দিতে র্যালিতে অংশগ্রহণ করে এগিয়ে যাচ্ছি দিল্লির দিকে।’’ এ দিকে এনসিসি দার্জিলিং ও সিকিমের বিগ্রেডিয়ার জয়দীপ যাদব বলেন, ‘‘নারী শক্তি তুলে ধরতে এই সাইকেল র্যালি।’’