ইংরেজবাজার পুরসভার বোর্ড অফ কাউন্সিলরের মিটিং বয়কট করল বিরোধীরা। বামফ্রন্ট ও তাদের সমর্থিত দুই নির্দল কাউন্সিলর-সহ ৯ জনের সঙ্গে কংগ্রেস ও বিজেপির দুজন করে কাউন্সিলরেরাও এ দিনের বোর্ড মিটিং বয়কট করেন। বামপন্থীরা ওই সভা বয়কটের বিষয়টি এ দিন লিখিতভাবেই পুরসভার তৃণমূলের চেয়ারম্যানের কাছে জমা দিয়েছেন বলে দাবি করেছেন। যদিও চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর দাবি, ‘‘এই ধরনের কোনও চিঠি পাইনি। বিরোধীরা জোট বেঁধে না এলেও তাদেরই কেউ কেউ আবার কাজের জন্য সুপারিশ করেছেন এসব নাটক ছাড়া কিছুই নয়।’’ গত ৩০ জুনের বোর্ড মিটিং শাসক দল ও বিরোধীদের তুমুল বাক বিতন্ডায় উত্তপ্ত হয়ে উঠেছিল। বিরোধী নির্দল কাউন্সিলর তথা ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষের অভিযোগ, ‘‘পুরসভায় স্বেচ্ছাচারিতা চলছে. সরকারি নির্দেশ থাকলেও শহরে ২১ হাজার ডিজিটাল রেশন কার্ড বিলি করা হয়নি, পুরোনো হাসপাতালের এলাকায় শপিং মল করার নামে ব্যক্তি মালিকানার হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এ সবের প্রতিবাদেই আমরা বোর্ড সভা বয়কট করেছি।’’ বিজেপির কাউন্সিলার সঞ্জয় শর্মা বলেন, ‘‘আমরা নিজেরাই দলগতভাবে এ দিনের বোর্ড মিটিংয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’