coronavirus

ফের মৃত ১, আক্রান্ত ২৭ জন

এক জন করে আক্রান্তের রিপোর্ট এসেছে ৩, ৯, ১১, ২০, ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪৪, ৪৭ নম্বর ওয়ার্ড থেকে। পাঁচ জন আক্রান্ত হয়েছেন ১৫ নম্বর ওয়ার্ডে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২০ ০৪:০৬
Share:

প্রতীকী চিত্র

করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার বাসিন্দা এক ব্যক্তির মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যালে। শনিবার তিনি মারা যান। দুপুরে তাঁর লালারস পরীক্ষা রিপোর্ট এলে জানা যায় তিনি আক্রান্ত। অন্য দিকে এ দিন শিলিগুড়ি শহরে ২৭ জনের শরীরে নতুন করে করোনার সংক্রমণ মিলেছে। তার মধ্যে শিলিগুড়ি পুরসভায় পুর কমিশনারের সহায়ক, সহকারি হেডক্লার্ক এবং শিক্ষা বিভাগের এক কর্মী আক্রান্ত রয়েছেন। উত্তরবঙ্গ মেডিক্যালের এক নার্স এবং একজন স্বাস্থ্যকর্মীর দেহেও নতুন করে সংক্রমণ মিলেছে। সম্প্রতি ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেলা বিজেপির সাধারণ সম্পাদক রাজু সাহার সংক্রমণ ধরা পড়ে। শনিবার তাঁর পরিবারের আরও পাঁচজনের সংক্রমণ ধরা পড়েছে।
পুরসভার স্বাস্থ্য এবং শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা শঙ্কর ঘোষ হোমকোয়রান্টিনে রয়েছেন। করোনা আক্রান্ত শিলিগুড়ির বিধায়ক তথা পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্যের সংস্পর্শে আসার জন্য তাঁর লালারস পরীক্ষার জন্য নেওয়া হয় ১৬ জুন। শনিবার তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে।

Advertisement

এ দিন শহরে নতুন করে আক্রান্তদের মধ্যে ৪ জন ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যেখানে তারা থাকেন সেখানে আগেও একাদিক ব্যক্তির শরীরে সংক্রমণ মিলেছে। ১৭, ৩৩ ও ৩৫ নম্বর ওয়ার্ডে ২ জন করে নতুন আক্রান্ত হয়েছেন। এক জন করে আক্রান্তের রিপোর্ট এসেছে ৩, ৯, ১১, ২০, ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪৪, ৪৭ নম্বর ওয়ার্ড থেকে। পাঁচ জন আক্রান্ত হয়েছেন ১৫ নম্বর ওয়ার্ডে।

অন্যদিকে পুরসভা তিনদিন বন্ধ রেখে জীবাণু মুক্ত করা হচ্ছে। সোমবার পুরসভা খুলবে। তবে কর্মী-আধিকারিক থেকে শুরু করে নানা কাজে পুরসভা যারা আসবেন তাঁদের মাস্ক পরতে, দূরত্ব বিধি বজায় রাখতে হবে বলে জানানো হয়েছে। পুরসভার তিন জনের করোনা সংক্রমণ মেলায় তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়রান্টিনে পাঠানো হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement