Coronavirus in North Bengal

গৌড়বঙ্গে ফের মৃত্যু ৩ জনের

এ দিন উত্তর দিনাজপুরে রায়গঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ০৩:৫২
Share:

প্রতীকী ছবি।

করোনা আক্রান্ত তিন জনের মৃত্যু হল গৌড়বঙ্গে। দু'জন উত্তর দিনাজপুরে, এক জন মালদহে। পাশাপাশি গত ২৪ ঘন্টায় গৌড়বঙ্গের দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার প্রায় ২০০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মালদহ জেলায় জেলা পুলিশ লাইনের দুই পুলিশ কনস্টেবল আক্রান্ত হওয়ায় পুলিশ মহলে ফের উদ্বেগ ছড়িয়েছে। এ দিকে, লকডাউনের মেয়াদ কমিয়ে আনলকের সময় বৃদ্ধির দাবিতে সোমবার সরব হয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসায়ীরা। আনলক-পর্বে শহরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান-বাজার খোলা রাখার দাবি তুলেছে বালুরঘাটের ব্যবসায়ী সমিতি।

Advertisement

এ দিন উত্তর দিনাজপুরে রায়গঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, তাঁদের এক জন কালিয়াগঞ্জের হরিহরপুর এলাকার ৬০ বছরের এক করোনা আক্রান্ত। অন্য জন রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের মধুপুর এলাকার বছর আটত্রিশের এক ব্যক্তি।

রবিবার রাতে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে ৬৯ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের সর্বমঙ্গলা পল্লীর বাসিন্দা ওই বৃদ্ধ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

Advertisement

প্রশাসনিক সূত্রে খবর, গত ২৪ ঘন্টায় মালদহে ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ দিন জেলায় ফের দুই পুলিশকর্মী সংক্রমিত হয়েছেন। তাঁরা জেলা পুলিশ লাইনে থাকেন।

এ দিকে, দক্ষিণ দিনাজপুরে লকডাউনের মেয়াদ কমিয়ে আনলকের সময় বৃদ্ধির দাবিতে সরব ব্যবসায়ীরা। কন্টেনমেন্ট জোন বালুরঘাট শহরে করোনা সংক্রমণ বেড়ে চলায় জেলা প্রশাসন থেকে রোজ সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত দোকান-বাজার খোলা রাখার নির্দেশ জারি করা হয়েছে। কিন্তু আনলক-পর্বে শহরে ভিড় এড়াতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান বাজার খোলা রাখার দাবি তুলেছে বালুরঘাটের ব্যবসায়ী সমিতি। সোমবার সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়ে ওই দাবি করা হয়। প্রশাসনিক সূত্রে খবর, এ দিন ফের দক্ষিণ দিনাজপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১০২ জন।

বণিকসভার জেলা সভাপতি সুদীপ বাগচি জানান, সকাল ৮টা থেকে দোকান-বাজার খোলার নির্দেশ জারি হলেও শহরের অধিকাংশ দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলতে সকাল ১০টা হয়ে যায়। এরপর দুপুর ২টো পর্যন্ত মাত্র ৪ ঘন্টা সময় থাকায় বাজারে ক্রেতাদের প্রচণ্ড ভিড় হচ্ছে। ভিড়ে রাশ টানতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলার আর্জি জানান তাঁরা। এ দিন সন্ধ্যায় শহরে মাইক দিয়ে বালুরঘাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ঘোষণা করা হয়, তাঁদের দাবির বিষয়ে জেলা প্রশাসন সদর্থক ভূমিকা না নিলে বুধবার থেকে বালুরঘাট শহরে লাগাতার ব্যবসা বনধের পথে নামা হবে।

অতিরিক্ত জেলাশাসক প্রণব ঘোষ জানান, টাস্ক ফোর্সের সিদ্ধান্ত মতো আগের নিয়মে লকডাউন জারি থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement